উদিয়মান দুই ফুটবলারকে সহযোগিতা সেচ্ছাসেবী সংস্থার
সাতদিনের সমাচার : মেসি-রোনাল্ডো হওয়ার স্বপ্ন নিয়ে উন্নত মানের ফুটবল প্রশিক্ষণ নিতে শীঘ্রই জার্মানীতে পাড়ি দিতে চলেছে ভাটপাড়ার দুই উদীয়মান খুদে ফুটবলার ৷ আর তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ শুক্রবার দুপুরে ভাটপাড়া থানায় ওই দুই খেলোয়াড় মিলন চক্রবর্তী ও দিপ্র সরকারের হাতে খেলার পোষাক, বুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ৷ এদিন উপস্থিত ছিলেন,সংস্থা সহ-সভাপতি রাকেশ উপাধ্যায়, ক্লাব প্রশিক্ষক, বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি জোন-১ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷ রাকেশবাবু বলেন,একজন প্রাক্তন ফুটবলারের কাছ থেকে জানতে পারলাম দুই খুদে খেলোয়াড়ের ব্যাপারে, আমরা তখনই ঠিক করি ওদের সাধ্যমতো সহযোগিতা করার৷ বড় খেলোয়াড় হয়ে এরা রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করবে বলেও আশা করেন রাকেশবাবু৷ উল্লেখ্য,ভাটপাড়ায় অশান্তি বাতাবরণ কাটিয়ে সাধারণ মানুষের মধ্য সাহস যোগাতে পুলিশ কমিশনারেটের উদ্যাগে এবং ভাটপাড়া থানার সহযোগিতায় কাঁকিনাড়া জুটমিল ময়দানে 'ভাটপাড়া ট্যালেন্ট হান্ট-২০১৯'নামে একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়রছিল সম্প্রতি ৷ এই প্রতিযোগিতায় স্থানীয় ক্লাবের ৫ থেকে ১৪বছর বয়সী খুদে খেলোয়াড়রা অংশ নেয় ৷ পুলিশ কমিশনারেট জানিয়েছে,এই প্রতিযোগিতার ভিডিও ফুটেজ বিভিন্ন সূত্রে জার্মানির একটি বিখ্যাত ক্লাবের কাছে পাঠায় পুলিশ৷ ভিডিও ফুটেজ দেখে জগদ্দলের বাসিন্দা দুই খুদে খেলোয়াড় দিপ্র সরকার ও মিলন চক্রবর্তীকে প্রশিক্ষণ দিতে রাজি হয় জার্মানির সেই ক্লাব ৷ সেইমত কিছুদিন আগে কাঁকিনাড়া জুটমিল মাঠে ছোটোদের (বালক ও বালিকার)একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে দুই খুদে খেলোয়াড়ের নাম ঘোষনা করেন ওই ক্লাবের প্রতিনিধি মার্কস ৷ এখন জগদ্দল মহাবীর প্রসাদ ফুটবল প্রশিক্ষণ শিবিরের দুই খুদে খেলোয়াড় জার্মানীতে ফুটবল প্রশিক্ষণে যাওয়া নিয়ে প্রবল উৎসাহিত ক্লাব প্রশিক্ষক, কর্মকর্তা এবং ফুটবলারদের পরিবারবর্গ ৷
No comments