মদ্যপ ব্যক্তিকে মার : প্রতিবাদের বদলা নিতে বোমাবাজি!
সাতদিনের সমাচার : এক মদ্যপ ব্যক্তিকে বেধড়ক মার, আর কয়েকজন যুবক তার প্রতিবাদ করলে, প্রতিবাদীদের উচিত শিক্ষা দিতে অস্ত্র হাতে মুখ কাপড় বেঁধে ব্যাপক তান্ডব চালায় একদল দুষ্কৃতীরা ৷ ভেঙে দেওয়া হয় কয়েকটি বাড়ি৷ পুরুষদের পাশাপাশি মারধর চলে মহিলাদের উপরও ৷ দুষ্কৃতীদের তান্ডবলীলা থেকে বাদ যায়নি বছর দু'য়েকের এক শিশুও ৷ আতঙ্কিত এলাকাবাসীরা ৷ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া ভূতবাগান স্টোরব্লক ব্রহ্মস্থান হরিজনপাড়ায়৷ স্থানীয় বাসিন্দা মৌসুমী বাশফোঁর বলেন,এদিন দুপুরে নেশাগ্রস্ত এক ব্যক্তিকে মাটিতে ফেলে মারছিল ক্ষুদিরামপল্লীর কয়েকজন ৷ আমাদের পাড়ার ছেলেরা তা প্রতিবাদ করায় দু'পক্ষের বচসা বাধে ৷ কিন্তু তখনকার মত তা মিটেও যায়, কিন্তু সন্ধ্যায় আমরা যখন বাড়িতে রান্নাতে ব্যস্ত ছিলাম, সেই সময় অস্ত্র হাতে মুখে কাপড় বেধে চড়াও হয় একদল দুষ্কৃতী, তারা লোহার রড দিয়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়৷ পুরুষ ও বাচ্চাদের বেধড়ক মারধর করে, মহিলারা প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকেও বাঁশপেটা করে ৷ দুষ্কৃতীদের তান্ডব লিলা থেকে বাদ যায়নি বছর দুয়েকের শিশু শিবা বাশফোঁড়৷ অজয় বাশফোঁড় নামে প্রতিবন্ধী এক ব্যক্তিকেও ধোলাই দেয়া হয় ৷টিউশন পড়ে বাড়ি ফেরার সময় দশম শ্রণির ছাত্র বিকাশ বাশফোঁড়কে ধরে ফেলে দুষ্কৃতীরা, তাকেও মারধর করে৷ মৌসুমী দেবীর অভিযোগ, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে৷ দুটি বোমাও ছোঁড়ে দু্ষ্কৃতীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীজপুর থানার পুলিশ ৷ বীজপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তরা৷ পরদিন অর্থাত শুক্রবার সকালে ঘটনাস্থলে যান বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়৷ তিনি বলেন,এরা সরাসরি কোনও দল করে না, কিন্তু বিজেপি মনোভাবপূর্ণ ৷ তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ঢুকে হরিজন পরিবারগুলোর উপর আক্রমণ চালিয়েছে ৷ asole তাদেরকে তৃণমূল করতে চাপ সৃষ্টি করা হচ্ছে কয়েক দিন ধরেই ৷ তৃণমূলকে সমর্থন না করলে ফের অত্যাচার হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন তিনি ৷ পুলিশের ভুমিকায় ক্ষুব্ধ বিধায়ক আরও বলেন, এলাকায় বোমা,গুলির রমরমা তবুও পুলিশ নিরব দর্শকের ভুমিকায় বসে আছে৷ এদিকে রাজ্যজুড়ে নাটক চলছে 'দিদি কে বলো', আমি হরিজন ভাইদের অনুরোধ করবো 'দিদি কে বলো' ফোন করে ঘটনাটি জানাতে, রাতের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হয় কি না আমরা দেখতে চাই ৷
No comments