ব্রেকিং নিউজ

ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ফার্মাসিস্ট

সাতদিনের সমাচার :  ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা ফার্মাসিস্ট ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কাঁচরাপাড়া স্টেশনে ৷ মহিলার নাম তনিমা মুখার্জী ৷ বাড়ি ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকায়৷ মৃত মহিলা কাঁচরাপাড়া শিবানী আরোগ্য নিকেতনের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত  ছিলেন৷ জানা গেছে, প্রতিদিনের মত সকালে ডিউটি সেরে বাড়ি ফিরতে তিনি কাঁচরাপাড়া স্টেশনে আসেন৷ হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই শিয়ালদহমুখী ডাউন ট্রেন কল্যানী লোকাল প্লাটফর্মে ঢোকার মুখেই ট্রেনের  সামনে ঝাঁপ দেন৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ খবর পেয়ে আসে জিআরপি, তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ আরও জানা গেছে,ওই মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল৷ তার একটি পুত্র সন্তানও আছে ৷ তবে ঠিক কি কারণে ওই মহিলা আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখছে পুলিশ৷

No comments