ব্রেকিং নিউজ

রাজ্য যুব মোর্চা কমিটিতে শুভ্রাংশু

সাতদিনের সমাচার : রাজ্য বিজেপি যুব মোর্চা কমিটিতে স্থান পেলেন বীজপুরের বিধায়ক তথা মুকুল তণয় শুভ্রাংশু রায় ৷ বুধবার রাজ্য বিজেপি দপ্তর থেকে ঘোষণার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷ যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনন্দনবার্তা৷ শুভ্রাংশু রায়কে যুবমোর্চার রাজ্য কমিটির সদস্য হিসেবে স্বীকৃতি দেবার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ পর্বেক্ষক কৈলাস বিজয়বর্গীয়  ও সংগঠনের সম্পাদক শিবপ্রকাশকেও অভিনন্দন জানান বিজেপি কর্মীরা ৷ উল্লেখ করা যেতে পারে দল-বদলের পর  শুভ্রাংশুকে দলে তেমন কোনও  পদ দেওয়া হয়নি ৷ কিন্তু ২০২১ বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে বিজেপির  বঙ্গ ব্রিগেড ৷ সুতরাং এই প্রক্রিয়া স্থানীয় বিজেপি কর্মীদের উৎসাহিত করবে সন্দেহ নেই l

No comments