দিদিকে বলো' অভিযানে বেরিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ : বিব্রত পুরপ্রধান
সাতদিনের সমাচার : 'দিদিকে বলো' অভিযানে বেরিয়ে ওয়ার্ডবাসিন্দাদের কাছ থেকে কাউন্সিলর সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ শুনে তীব্র অস্বস্তিতে কাঁচরাপাড়ার তৃণমূল পুরপ্রধান সুদামা রায় ও পুরপার্ষদ তথা তৃণমূলের জেলা যুবনেতা সুজিত সরকার। আজ ১০ নং ওয়ার্ডে তাঁদের সঙ্গী ছিলেন খোদ ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চক্রবর্তী ছাড়াও পুরপার্ষদ অশোক মণ্ডল, তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়, মিন্টু ও শম্পা শীলও।
যদিও সংবাদমাধ্যমের কাছে পুরপ্রধান সুদামা রায় ও পুরপার্ষদ সুজিত এক সুরেই দাবি করেন, এলাকার মানুষের অভিযোগ সামান্যই, কোথাও আলো নেই, কোথাও একটু রাস্তা ভাঙা ইত্যাদি। কিন্তু এলাকাবাসীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহু রাস্তাঘাটই ভাঙাচোরা, অনেক জায়গায় আলো যেমন নেই, তেমনি পুরপ্রধানকে একথাও বলেছেন যে এলাকার কাউন্সিলর সুভাষ চক্রবর্তী এলাকায় প্রায় আসেনই না। তাঁর কাছে অভিযোগ বা প্রয়োজনের কথা জানালে তিনি কোন সহযোগিতা করেন না, সরাসরি পুরসভায় যোগযোগ করতে বলেন। এদিকে এলাকার জনা তিনেক টোটোচালক অভিযোগ তোলেন, 'প্রতি বছর পুজোর মরশুমে পুলিশ তাদের বিকেল ৪টের পর কাঁচরাপাড়ার মূল সড়কে গাড়ি চালাতে দেয়া হয় না, কিন্তু পুজোর মরশুমে গাড়ি চালাতে না দিলে রোজগার হবে কি করে ? তাছাড়া এখন সিভিক ভলেন্টিয়াররা জোর করে ২০০/৩০০ টাকা জরিমানা করছে অথচ লাইসেন্সের জন্য তার গত কয়েক বছর ধরে তৃণমূলের নেতা ও পুরপ্রধানের কাছে তাঁদের দাবি মতই আবেদন করেছেন, কিন্তু কোনও ফল মেলেনি। এদিন কয়েকজন মহিলা তাঁদের দুরবস্থার কথা জানিয়েও পুরসভার কাছে সহযোগিতা চেয়েছেন। এ নিয়ে পুরপ্রধান বিশেষ কিছু না বলতে চাইলেও এটা বেশ পরিষ্কার পুরসভার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছেই l
No comments