রাজ্য সরকারের অসহযোগিতা : পুর পরিষেবা ব্যাহত ভাটপাড়ায়
সাতদিনের সমাচার: রাজ্য সরকারের চরম অসহযোগিতায় ভাটপাড়া জুড়ে ব্যাহত নাগরিক পরিষেবা - রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন ভাটপাড়া পুরসভার প্রধান সৌরভ সিং৷ বুধবার সকালে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক ডেকে তিনি সরকারিদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে বলেন, 'রাজ্য সরকার গত দুই মাস যাবৎ পুরসভাকে কোনোপ্রকার ন্যায্য আর্থিক সাহায্য দেয়নি, ফলে পুরসভার আর্বন অস্থায়ী কর্মীদের বেতন দিতে অসুবিধা হচ্ছে৷ এছাড়াও পুর অঞ্চলে নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উন্নয়ন ৷ এ নিয়ে বারংবার দরবার করা হলেও রাজ্য কোনোমতেই কর্ণপাত করছে না৷ আর্বান ক্যাজুয়াল কর্মীদের প্রায় তিনি কোটি টাকা বকেয়া আছে, আমরা পুরসভার নিজস্ব তহবিল থেকে তাদের দু'মাসের বেতন দিতে পেরেছি, কিন্তু আগামীতে কী হবে জানা নেই !' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,'আসলে পুরসভায় বিজেপি বোর্ড গঠন করায় তৃণমূল ভয় পেয়েছে, তাই এই অসহযোগিতা l' তার আরও অভিযোগ,'হাউস-টু-হাউস কানেকশন (সুয়ারেজের )কাজ ঠিকাদাররা করেছেন ,কিন্তু আমরা তাদেরকেও টাকা দিতে পারাছি না, এছাড়া এলাকায় উন্নয়নমুলক কাজ বাবদ সাংসদ মাস খানেক আগে পনরো কোটি টাকা দিয়েছেন ৷ কিন্তু পুরমন্ত্রীর সহায়ক টাকা আটকে রেখেছেন ৷ একমাস আগে আমরা তার সঙ্গে বৈঠক করে বিষয়টি জানিয়েছি,কিন্তু কোনও কাজ হয়নি৷ 'পুরপ্রধান বলেন,'কিছুদিন বাদেই শারদ উৎসব, টাকা না পেলে আমাদের শেষ পর্যন্ত আদালতেই যেতে হবে ৷'
No comments