ব্রেকিং নিউজ

বীজপুর থানার এক অফিসারের তৎপরতায় বাড়ি ফিরল ভারসাম্যহীন বৃদ্ধা

সাতদিনের  সমাচার :  বারংবার ভালো কাজের ক্ষেত্রে বীজপুর থানার নাম উঠে আসে খবরের শিরোনামে। বিজপুর থানার  তৎপরতায় অনেক মানুষ নিজের পরিবারকে ফিরে  পেয়েছে বিভিন্ন সময়ে। ফের একই ঘটনার সাক্ষী থাকল বীজপুরের মানুষ l থানার সাব ইন্সপেক্টর কুন্তল মুখার্জি ডিউটি চলাকালীন এক বৃদ্ধাকে রাস্তায় উদ্ভ্রান্তের মতো রাস্তায় ঘুরে বেড়াতে দেখতে পান, সন্দেহ হওয়াতে তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারেন তিনি পথভ্রষ্ট হয়েছেন, শেষ পর্যন্ত তাকে গাড়িতে তুলে তার বাড়ি খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দেন। বৃদ্ধার নাম বাসন্তী সিংহ রায় বয়স 70 বাড়ি হালিশহর পূর্ব বারুইপাড়া লাল স্কুলের বাসিন্দা, এদিন হাঁটতে বেরিয়ে বিকেল থেকেই  নিখোঁজ ছিলেন  তিনি, পুলিশের তৎপরতায় বৃদ্ধাকে পেয়ে অবশেষে চিন্তা মুক্ত হন গোটা পরিবার।

No comments