ব্রেকিং নিউজ

বেহাল স্টেশন রোড : রেলকে সংস্কারের চরম সময়সীমা বেঁধে দিল জেঠিয়া পঞ্চায়েত

সোনালি ব্যানার্জী : হালিশহর স্টেশন পার্শস্থ  জেঠিয়া বাজার সংলগ্ন চরম বিপর্যস্ত স্টেশন রোড নিয়ে অবশেষে নড়েচড়ে বসল জেঠিয়া পঞ্চায়েত তথা শাসক দলের স্থানীয় নেতৃত্ব l দীর্ঘদিন ধরে মানুষ এবং যান চলাচলের অনুপযোগী বেহাল রাস্তা নিয়ে বরংবার বিভিন্ন মহল থেকে চিঠিচাপাটি বা লেখালেখি হলেও রেল বা পঞ্চায়েত প্রশাসন কেউ তা গায়ে মাখেনি ফলে নিত্য দিন কার্যত বিপদ মাথায় নিয়ে চলেছেন পথচলতি মানুষজন l সারা বছর কোনোভাবে যাওয়া গেলেও এই ভরা বর্ষায় প্রাণ ওষ্ঠাগত জেঠিয়া স্টেশন রোড ব্যবহারকারী মানুষজনের, সোশ্যাল মিডিয়া থেকে স্থানীয় পত্রপত্রিকা সবেতেই শিরোনাম পেয়েছে জলকাদা পরিপূর্ণ এই ব্যস্ততম পথটি l জেঠিয়া পঞ্চায়েতের অন্তর্গত এই সড়ক পথ কল্যাণী হাইওয়ের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম যা আজ হালিশহরের বুকে অন্যতম কলঙ্ক হিসেবে আখ্যা পেয়েছে l হালিশহরের দুপ্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ ধরেই নিয়েছিলেন হয়তো আর কোনোদিনই এই পথ নিয়ে কেউ ভাববেন না, কারণ পঞ্চায়েত বলছে রাস্তাটি রেলের জমির অন্তর্গত, তাই এখানে পঞ্চায়েতের কোনও দায় নেই, আর রেলকর্তাদের সাফ জবাব, রেলের কাজে এই রাস্তা ব্যবহার হয় না, তাই এর সংস্কারের দায়িত্ব রেলের নয়, সুতরাং এই দোটানায় পড়ে নিত্য বলি হচ্ছিলেন আমজনতা l তবে শেষ পর্যন্ত রেলকে তার কলঙ্কময় রাস্তা সংস্কারের জন্য চরম সময় সীমা বেঁধে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব l আজ জেঠিয়া পঞ্চায়েত প্রধান শিয়াঙ্কা ঘোষ, জেলা পরিষদ সদস্যা তৃপ্তি ঘোষ মণ্ডল, মিলন ঘোষ, প্রাক্তন প্রধান কানু সরকার, রানা দাশগুপ্ত, পঞ্চায়েত সদস্য তীর্থপ্রতিম মুখার্জি, তৃণমূল নেতা সুশান্ত ঘোষ, কানাই ভট্টাচার্য, বিজপুরের তৃণমূল নেতা খোকন তালুকদার সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে স্টেশন সংলগ্ন বুকিং কাউন্টারের পাশে একটি পথসভা করে তৃণমূল কংগ্রেস l সভা শেষে দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজারের কাছে রাস্তা সংস্কারের লক্ষ্যে কয়েক দফা দাবিসহ স্মারকলিপি জমা দেয় তারা, স্টেশন ম্যানেজার'বাবু এই দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন l এদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, 'যদি আগামী ১৫ দিনের মধ্যে রেল কর্তৃপক্ষ বেহাল রাস্তা নিয়ে সদর্থক ভাবনা-চিন্তা না শুরু করে তবে ১৬ দিনের দিন থেকে আমরা চরম আন্দোলনে যেতে বাধ্য হব, এবং সেটা রেলের কাছে স্মরণীয় হয়ে থাকবে l'

No comments