ব্রেকিং নিউজ

পোষ্টে ধাক্কা : যুবক আহত

সাতদিনের সমাচার : চলন্ত ট্রেনের কামরা থেকে মাথা বের করে হওয়া খেতে গিয়ে ফের লাইন ধারের পোষ্টে ধাক্কা লেগে গুরুতর আহত এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে শিয়ালদহ মেন শাখার হালিশহর স্টেশনের কাছে ৷ আহত যুবকের নাম দেবজ্যোতি চন্দ (১৯) ৷ বাড়ি গয়েশপুর বেদিভবন এলাকায় ৷ স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে  আপ কৃষ্ণনগর লোকাল নৈহাটি স্টেশন ছেড়ে হালিশহর স্টেশনের দিকে যাওয়ার সময় এক যুবক কামরার গেটে দাঁড়িয়ে ছিল তার  শরীরের অধিকাংশটাই বিপজ্জনকভাবে গেটের বাইরে ঝুলছিল, হঠাৎ লাইন ধরে থাকা ইলেট্রিক পোষ্টের সঙ্গে ধাক্কা  লাগে তার, সঙ্গে সঙ্গে ট্রেনের অন্যান্য যাত্রীরা তাকে ধরে ভিতরে টেনে নেয় , হালিশহর স্টেশনে ট্রেন পৌঁছালে ছুটে আসেন স্থানীয় যুবকরা এবং স্টেশনে কর্মরত রেলকর্মীরা ৷ আহত ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে ৷ খবর দেওয়া হয় তার বাড়িতেও ৷ জানা গেছে ,শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ আহত যুবক কল্যাণীতে  একটি ওষুদের দোকান কাজ করে৷

No comments