খসে পড়ল আরও এক রাজনৈতিক নক্ষত্র
সমাচার সাতদিনঃ খসে পড়ল আরও এক রাজনৈতিক নক্ষত্র৷চলে গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ হৃদয় যান্ত্রিক বিকল হয়ে গিয়ে মারা গেলেন সুষমা ৷ মৃত্যকালে বয়েস হয়েছিল ৬৭ ৷ মঙ্গলবার রাতে শরির খারাপ হওয়ায় ভর্তী করা হয় দিল্লি এইমস হাসপাতালে ৷ সেখানেই রাত ন টা নাগাদ শেষ নিস্বাশ ত্যাগ করেন সুষমা ৷ নরেন্দ্র মোদীর সরকারের বিদেশমন্ত্রকের মত গুরুত্বপুর্ণ দপ্তরের মন্ত্রীত্ব দক্ষতার সাথে সামলেছেন বিজেপি নেত্রী সুষমা ৷ সাধরণ মানুষের আবেদনে সাড়া দিয়েছেন এমনকি ভারতে চিকিত্সার জন্য চিরপ্রতিদ্বন্ধী মুল্লুক পাকিস্তানের বাসিন্দাদের ভিসাও দিয়েছেন ৷ তার এই অকাল প্রায়ণে শোকহত গোটা দেশ৷
No comments