দলীয় প্রতীক ভাঙা নিয়ে ধুন্ধুমার : অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
সাতদিনের সমাচার : বিজেপির দলীয় প্রতীক 'পদ্ম' ভেঙে তছনছের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় ৷ জানা গেছে, ১৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে তৈরী কংক্রিটের দলীয় প্রতীক শোভা পেতো ৷ এদিন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেখানে ব্যাপক ভাঙচুর চালায় ৷ পরদিন সকালে ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা ৷ ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ ৷ বিজেপির বারাকপুর পশ্চিম মন্ডলের সাধারণ সম্পাদক বিমল নন্দী বলেন, যারা বিজেপির উত্থান চাইছে না তাঁরাই এই কাজ করেছে ৷ নাম না করে তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, সমাজবিরোধীদের দিয়ে এটা করানো হয়েছে ৷ অপরদিকে দলীয় প্রতীক ভাঙার ঘটনাকে চরম নিন্দা করে বারাকপুর তৃণমূলের শহর সভাপতি সুধাংশু পাল বলেন,'আমি শুনেছি, দলের সভাপতি হিসাবে কোনও দলেরই প্রতীক ভাঙাকে সমর্থন করি না৷ যারাই এই কাজ করেছে আমারা তাঁদের শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে ৷' এদিকে ওই ঘটনায় দলের পক্ষ থেকে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷ এলাকায় উত্তেজনা রয়েছে l
No comments