রাজ্য ক্রীড়ার শুরুতেই পদক : চমক দিচ্ছে কাঁচরাপাড়ার প্রসেনজিৎ ও সম্রাট
সাতদিনের সমাচার : ঘোরতর বৃষ্টির মধ্যেই শুরু হল ৬৯তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা। শেষ পাওয়া খবরে জানা গেল, প্রথম দিনের শুরুতেই সোনা ও ব্রোঞ্জ জিতেছেন উত্তর ২৪ পরগণার প্রসেনজিৎ পাত্র ও সম্রাট দাস। কাঁচরাপাড়া ক্রীড়াশিক্ষণ শিবিরের এই দুই কৃতী অ্যাথলেট এবার পদক পাবেন বলে অনেকেই ধরে নিয়েছিলেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে সল্টলেকের এই স্টেডিয়ামেই 'কোচেস ফেডারেশনে'র প্রতিযোগিতাতেও এরা দু'জনেই পদক জিতেছিলেন বলে জানিয়েছিলেন এদের প্রশিক্ষক দেবু চ্যাটার্জি।
Congratulations vai.
ReplyDelete