ব্রেকিং নিউজ

সাংবাদিকদের উপর পুলিশি অত্যাচার : প্রতিবাদ শহর জুড়ে

সাতদিনের সমাচার : সাংবাদিকদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানাতে পথে নামতে চলেছে সাংবাদিকরা ৷ রবিবার সকালে শ্যামনগরে একটি রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে  উত্তপ্ত হয়ে উঠে শ্যামনগর,জগদ্দলের বিভিন্ন এলাকা৷ জগদ্দল মেঘনা মোড় এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদের৷ কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুধু দুর্ব্যবহার নয়,তাঁদেরকে চড় থেকে শুরু করে ঘাড় ধাক্কা দেওয়া, লাঠিপেটা কিছুই বাদ দেননি বারাকপুর পুলিশ কমিশনারেটর ডিসি জোন-১ অজয় ঠাকুর ও তার পুলিশবাহিনী ৷ এদিন সাংবাদিকরা সঠিক খবর যাতে সংগ্রহ না করতে পারেন তার দরুন অতি তত্পর হয়ে উঠে প্রশাসন ৷ সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল পুলিশের ধাক্কাধাক্কির দৃশ্য ! পুলিশের এহেন আচরণে নিন্দার ছড় উঠেছে সব মহলে ৷ এমনকি সাংবাদিকদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় ধিক্কার জানিয়েছেন সংবাদকর্মীরা৷ সপ্তাহের শুরুর দিন সোমবার সকাল থেকেই 'কালো ব্যাচ' পরে কাজে যোগ দেবেন শহরতলির বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকরা৷ শুধু তাই নয় ,আরও বড় ধরনের প্রতিবাদ কর্মসুচি গ্রহণ-এর ডাক দিতে চলেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন৷

No comments