সাংবাদিক নিগ্রহ : অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে পথ অবরোধ
সাতদিনের সমাচার : সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সরব হয়ে পথেই নামলেন সংবাদকর্মীরা ৷ সোমবার দুপুরে বারাকপুর চিড়িয়ামোড়ে বিটি রোডের উপর ক্যামরা,বুম, এবং কাগজ, কলম রাস্তার উপর রেখে শান্তিপূর্ণ বিক্ষোভে পথ অবরোধ করে মহকুমায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ৷ এদিন দুপুর ২:৩০ থেকে বেলা ৩টে পর্যন্ত বিটি রোড অবরোধ করে চলে ৷পুলিশ অফিসাররা সেদিন কে কিভাবে সাংবাদিকদের হেনস্তা করেছিল তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে জনমানসে তুলে ধরে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাংবাদিকদের সঙ্গেই পুলিশ যদি এমন আচরণ করে,তাহলে থানায় অভিযোগ করতে যাওয়া সাধারণ মানুষের সঙ্গে তারা কি আচরণ করে পুলিশ ! এদিন বিক্ষোভের মধ্যে থেকেই অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবি তোলেন তাঁরা৷ জানা গিয়েছ, এদিনও দুই চিত্রসাংবাদিককে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে৷ সাংবাদিকদের দাবি, সাতদিনের অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তারা পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ধরণায় বসবেন ৷ প্রসঙ্গত,রবিবার সকালে শ্যামনগর ফিডার রোডে একটি রাজনৈতিক দলের কার্যালয় উদ্ধারকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠে শিল্পাঞ্চলের বিস্তির্ণ এলাকা৷ খবর সংগ্রহ করতে গিয়ে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় পুলিশের রোষের মুখে পড়ে চরম হেনস্থা হতে হয়ে এই অঞ্চলে কর্মরত সাংবাদিকদের৷ হেনস্তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে ৷ সাংবাদিকদের সাথে পুলিশের এই আচরণের প্রতিবাদে বিভিন্ন জায়গায় ধিক্কার জানিয়েছে সাংবাদিকদের একাধিক সংগঠন৷ অনেকেই প্রশ্ন তুলছেন, অনশন বা ধর্নায় বসলে সাংবাদিক
দের অবস্থা পার্শ্ব শিক্ষকদের মতো না হয় ! এদিন সকাল থেকে হাতে কালো ব্যাচ পরে খবর সংগ্রহ করেছেন এই অঞ্চলের কর্মরত সাংবাদিকরা ৷
No comments