জাতীয় ক্রীড়া : পদক অধরাই রইল কাঁচরাপাড়ার
সাতদিনের সমাচার : দেশের সেরাদের সাথে পাল্লা দেওয়া যেখানে চাট্টিখানি ব্যাপার নয়, সেখানে পদক পাওয়া তো আরও বড় ব্যাপার। গতবছর বাংলার অ্যাথলেটরা পেয়েছিলেন মাত্র ৪টি পদক। ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। এবার ৫৯তম জাতীয় সিনিয়র আন্ত: জেলা ক্রীড়া প্রতিযোগিতায় বাংলা পেয়েছে মোট ৭টি পদক। এর মধ্যে ৩টি করে সোনা ও ব্রোঞ্জ এবং ১টি রুপো, জানিয়েছেন প্রাক্তন রাজ্য ক্রীড়াকর্তা আশিস সেনগুপ্ত।
লক্ষ্ণৌয়ের মহানগরের পি এ সি স্টেডিয়ামে ৪দিন ব্যাপী অ্যাথলেটিক প্রতিযোগিতায় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন কাঁচরাপাড়া ক্রীড়া শিক্ষণ শিবিরের প্রসেনজিৎ বর্মন। শটপাটে আর মিটার দু'য়েক বেশি ছুঁড়তে পারলেই নিশ্চিত ব্রোঞ্জ প্রাপ্তি হত তাঁর। কাঁচরাপাড়ায় আসতে পারত জাতীয় পদক, অনেকদিন পর। কিন্তু ১৭মিটার ছুঁড়ে তিনি পঞ্চম হয়েছেন। এটাই উত্তর ২৪ পরগণা তথা কাঁচরাপাড়ার সেরা থ্রো - বলেছেন প্রশিক্ষক দেবু চ্যাটার্জী ।
♥️♥️♥️♥️♥️♥️😘😘😘😘😘😘😘 emon korei egiye jete hobe dada.....
ReplyDelete