মুকুলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
সাতদিনের সমাচার : না, চাইলেও ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়ের টিকি ছুঁতে পারছে না পুলিশ , কেননা মুকুল রায়ের আগাম জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত l
কয়েক মাস কেটে গেলেও বেহালার সরশুনা থানার পুলিশ কেন প্রতারণা মামলায় যথাযথ ব্যবস্থা নেয়নি - আজ শুনানির প্রথম দিনেই আদালত তা জানতে চাইল। স্থানীয় ব্যবসায়ীকে রেলের কমিটিতে সদস্য করা বা রেলে চাকরি দেওয়ার নাম করে অর্থ নিয়ে কোনটাই না করে দেওয়ায় সরশুনা থানার পুলিশ সম্প্রতি বিজেপি নেতা বলে পরিচিত বাবান ঘোষকে গ্রেফতার করে। অভিযোগে নাম আছে বিজেপি নেতা মুকুল রায় সহ আর কয়েক জনের। মুকুল আগাম জামিনের আবেদন করেন তৎক্ষনাৎ। তিনি কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েও যান গতকাল পর্যন্ত। এরপরই আজ তাঁকে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। আজ ছিল এই মামলার প্রথম শুনানি। আজ মুকুলের তরফে ফের জামিনের আবেদনে সাড়া দিল আদালত। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বলে খবরে প্রকাশ। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে। তবে ইচ্ছা করলে পুলিশ কেবল ৭২ ঘন্টার নোটিশে মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে বলে আদালত নির্দেশ দিয়েছে।
No comments