ব্রেকিং নিউজ

প্রতারণা মামলায় জামিন নামঞ্জুর, গ্রেফতার হতে পারেন মুকুল!

সাতদিনের সমাচার : রেল বোর্ডের সদস্যপদ সহ কয়েকজনকে রেলে  চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যবসায়ীর থেকে লক্ষাধিক টাকা প্রতারণা মামলায়  গ্রেফতার হতে পারেন বিজেপি'র 'চাণক্য' মুকুল রায়। অভিযোগকারী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ২১ আগস্ট গ্রেফতার হন মুকুল-ঘনিষ্ট বিজেপি নেতা বাবান ঘোষ। মুকুল আদালতে আগাম জামিনের আবেদন করলে,গতকাল পর্যন্ত তার গ্রেফতারে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। আজ নতুন করে আদালতের নির্দেশ জারি না হলে, মুকুলের গ্রেফতারিতে কোনও বাধা থাকলো না। 
এদিকে মূল অভিযোগের শুনানি আগামীকালই শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টে।
প্রসঙ্গত, মুকুল রায়'ও সম্প্রতি অভিযোগ করেছিলেন যে মমতা ব্যানার্জি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাবার চেষ্টা করছেন। এমনকি বারাকপুরের সাংসদ অর্জুন সিং শ্যামনগরে একটি ঘটনায় সম্প্রতি আহত হলে, নার্সিংহোমে তাঁকে দেখতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে মুকুলবাবু অভিযোগ করেন, 'অর্জুন সহ বিজেপি'র পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রয়োজনে খুনেরও ষড়যন্ত্র করছেন মমতা ব্যানার্জী।' একই কথা শোনা গেছে, আহত অর্জুনের মুখেও।   নিজের পাশাপাশি বিধায়ক-পুত্র পবনের নিরাপত্তা নিয়েও অভিযোগ তুলেছেন অর্জুন। 
গতকাল ব্যারাকপুর মহকুমার নোয়াপাড়ার অর্জুন-ঘনিষ্ট বিজেপি বিধায়ক সুনীল সিংয়ের বাড়ি খানাতল্লাশি করে পুলিশ  অর্জুনের ব্যাপারে উদ্বেগের পাশাপাশি নিজের বাসভবনে বিনা নোটিশে পুলিশের হানা দেওয়া নিয়েও তীব্র ক্ষোভ জানান তিনি।

No comments