ব্রেকিং নিউজ

প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মর্মান্তিক মৃত্যু : শোকের ছায়া হালিশহরে

সাতদিনের সমাচার : মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অঙ্গনওয়াড়ি কর্মী তথা জেঠিয়ার প্রাক্তন পঞ্চায়েত প্রধান যুথিকা সরকারের দেহ আজ ফিরছে হালিশহরের বাড়িতে l বাম আন্দোলনের অন্যতম মুখ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন যুথিকাদেবী, 'পার্টির হোলটাইমার হিসেবে কাটিয়ে দিয়েছেন আমৃত্যু, জীবনে সংসারধর্ম পর্যন্ত করেননি, দলকে সময় দেবেন বলে' - জানালেন এলাকার গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য অঞ্জলি মজুমদার l বাম আমলে জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নিজের কাজের প্রভাব রেখে যাওয়া নির্লোভ মানুষটি পরবর্তীকালে যদুনাথবাটি গ্রামের  একটি অঙ্গনওয়াড়ি স্কুলে সামান্য  শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন  শেষ কয়েকটা বছর, তাঁর এহেন মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বামকর্মী থেকে এলাকার সাধারণ মানুষ।প্রসঙ্গত, গতকাল কাঁকিনাড়া  পানপুর বিডিও অফিস এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মীদের এক বিক্ষোভসভা চলাকালীন হঠাৎ সভা মঞ্চের ছাদের উপর রাখা ইঁট  ভেঙে পড়ে যুথিকাদেবীর মাথায়, গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়, কিন্তু  চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও যুথিকাদেবীকে বাঁচানো সম্ভব হয়নি। দেহ ময়নাতদন্তের পর আজ বিকেলে তাঁর দেহ যদুনাথবাটি গ্রামে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

No comments