ব্রেকিং নিউজ

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ

সাতদিনের সমাচার : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হালিশহর ৷ দুপক্ষের বেশ কয়েকজন আহত ঘটনায় ৷ জানা গেছে, শুক্রবার বেলার দিকে হালিশহর পুরসভার ১০নম্বর ওয়ার্ডের লালকুঠি এলাকার  বিজেপি কার্যালয়ে হঠাৎ সবুজ রঙ করে দখল নেওয়া চেষ্টা করে তৃণমূল কর্মীরা ৷ ঘটনাটি জানাজানি হতেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন৷ তারা বাধা দিলে দুপক্ষের বচসা শুরু হয়, আর তা থেকেই ক্রমে হাতাহাতি ৷ উত্তেজনা চরমে উঠলে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে৷ ঘটনাস্থল থেকে একটি বাইকও পুলিশ উদ্ধার করেছে৷ এ ব্যাপারে  ওই এলাকার সদ্য তৃণমূলে যোগদান করা নেতা সানি সাউ বলেন,'আমি হাজিনগর এলাকার বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলাম৷আজকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি ৷' তার অভিযোগ, আমাদের কর্মীরা পার্টি অফিসটি সবুজ রঙ করছিল ওরা এসে আমাদের কর্মীদের লক্ষ করে ইট ছোড়ে তাতে আমাদের চার,পাঁচজন কর্মী আহত হয়েছে, অপরদিকে হালিশহর পুরসভার উপ-পুরপ্রধান তথা বিজেপি নেতা দেবাশিস দত্ত বলেন ,ওটা বিজেপির পার্টি অফিস ছিল ৷ তূণমূলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে পার্টি অফিসটি দখল করেছে ৷ আমাদের কাউন্সিলর অশোক যাদব,অমিত চৌবে,এবং ধিরাজ কে মারধর করেছে ৷ এটা  নিন্দাজনক ঘটনা৷ তারা ক্ষমতা দখলের লড়াই করছে৷তবে আগামী ছ'মাসের বিজেপি তার জবাব দেবে৷ এদিকে এলাকায় উত্তজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে৷

No comments