ব্রেকিং নিউজ

রেলে কর্মরত তৃণমূল সমর্থকদের 'ইআরটিএমসি'-কেই সমর্থন করতে হবে : হুঁশিয়ারি দিলেন বি পি সিং

সাতদিনের সমাচার : 'বাইরে একটা দল করব, আবার কর্মক্ষেত্রে আরেক দল ! এ আর চলবে না -' আজ কাঁচরাপাড়া লোকো গেটের বিপরীতে ইআরটিএমসি কার্যালয়ের সামনে এক সমাজসেবামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলে কর্মরত 'সুবিধাবাদী' তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমনই  হুঁশিয়ারি দিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রমিক নেতা বি পি সিং। নাম না করে একান্ত সাক্ষাতকারেও তিনি বলেন, 'অনেক তৃণমূল নেতা-কর্মী ইআরটিএমসি কার্যালয়েও বসেন। কিন্তু আমরা জানি, তাঁরা ইআরএমসি, ইআরএমইয়ু বা পিআরকেএস'র মত  সংগঠনেও নাম লিখিয়েছেনও তাঁদের হয়ে কাজ করছেন। এঁদের আর এভাবে চলতে দেওয়া হবে না। হয় তাদের ইআরটিএমসি' করতে হবে নইলে বাইরে তৃণমূল দল ছাড়তে হবে', একই সুরে বক্তব্য রাখেন, দলের আরেক গুরুত্বপূর্ণ পদাধিকারী কৃষ্ণনগরের রেলনেতা রজত বোসও। দুজনেই দাবি করেন, দলের কাঁচরাপাড়া শাখার সভাপতি খোকন তালুকদার ও সম্পাদক চন্দন ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠন যেভাবে শ্রমিকদের বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নেমেছেন, তাতে আগামীতে রেল শ্রমিক সংগঠন হিসাবে ইআরটিএমসি নিশ্চিতভাবেই কেন্দ্রের স্বীকৃতি আদায় করতে পারবে। প্রসঙ্গত, শ্রী সিং উপস্থিত রেলকর্মচারীদের ১৮ অক্টোবর মমতা ব্যানার্জি এবং তৃণমূলের শ্রমিক নেত্রী দোলা সেনের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে পদযাত্রায় অংশ নিতে আহ্বান জানান, যা শিয়ালদা স্টেশন থেকে শুরু হবে l
প্রসঙ্গত, তৃণমূল নেতা খোকন তালুকদার এবং  চন্দন ভট্টাচার্য জানান, আজ তাঁদের সংগঠনের পক্ষ থেকে দুর্গাপূজার প্রাক্কালে শতাধিক দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি খিচুড়ি ভোজনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সম্পাদক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়ার পুরপার্ষদ আলোকময় লাহিড়ী ও উৎপল দাশগুপ্ত, মহিলা নেত্রী সোনালী সিংহ রায়, শ্রমিক নেতা প্রদীপ পুরী, যুবনেতা কমল অধিকারী ও রাজু সাহানী প্রমুখ।

No comments