সিবিআই এর জেরার মুখে আজ মুকুল-মির্জা
সাতদিনের সমাচার : 'সিবিআই ডাকলেই যাব' - দু'দিন আগেই বলেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু গতকাল সিবিআই ডাকলেও তিনি যাননি। পাঠিয়েছিলেন এক প্রতিনিধি। সিবিআই এর উদ্দেশ্য ছিল, নারদকাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া রাজ্যের বিশিষ্ট আইপিএস অফিসার এসএমএইচ মির্জা'র সামনে বসিয়ে দু'জনকে জেরা করা। প্রসঙ্গত, ম্যাথু স্যামুয়েলকে জেরা করে সিবিআই জেনেছিল, মুকুলই তাঁকে মির্জা'র কাছে পাঠিয়েছিলেন। এরপর মির্জার কাছে গিয়ে অর্থ দিয়েছিলেন ম্যাথু। প্রমাণস্বরূপ দুটি ঘটনার ভিডিও ক্লিপ্সও সিবিআইয়ের কাছে পেশ করেছিলেন ম্যাথু। তখনই প্রশ্ন ওঠে, তবে কি মির্জা ঘুষ নিয়েছিলেন মুকুলের হয়ে? খবরে প্রকাশ, এ ব্যাপারে ইতিপূর্বে সিবিআইয়ের একদফা জেরার সম্মুখীন হয়েছেন মুকুল। এবার সামনাসামনি।
সূত্রের খবর, গতকাল সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ায় মুকুলের ওপর ক্ষুব্ধ হয়েছেন সিবিআই অফিসারেরা। অনুপস্থিতির কারণ দর্শিয়ে প্রতিনিধি মারফত মুকুলের পাঠানো চিঠিতে তাঁরা সন্তুষ্ট নন বলেই খবরে প্রকাশ। মুকুলের পাঠানো প্রতিনিধির হাতেই তাঁরা তাই আজকে অবশ্যই হাজিরা দেওয়ার 'নোটিশ' ধরিয়ে দেন।
এদিকে গতকালই সিবিআইয়ের 'নোটিশ' প্রতিনিধি মারফত পেয়ে মুকুল সিবিআইয়ের ক্ষোভ আঁচ করে সাংবাদিকদের জানান যে তিনি আজ বিকেল সাড়ে তিনটের সময় সিবিআইয়ের দপ্তরে হাজির হবেন। স্বভাবতই আজকের জেরা বিশেষ গুরুত্বপূর্ণ সে ব্যাপারে সন্দেহ নেই। গতকাল কেন হাজিরা দেননি, সে প্রশ্নের উত্তরও মুকুলের কাছে চাওয়া হবে বলে সংবাদ মাধ্যমের খবর। মির্জার মত মুকুলের গ্রেফতারের সম্ভাবনা নিয়ে এখন রাজ্য জুড়ে কানাঘুঁষো শুরু হয়েছে।
No comments