ব্রেকিং নিউজ

স্মরনিকা'র নজরুল স্মরণ

সাতদিনের সমাচার : নজরুলকে চির:স্মরণীয় করে রাখার প্রচেষ্টা  যথারীতি জারি রাখল 'স্মরণিকা'। সম্প্রতি কাঁচরাপাড়ার কাজী নজরুল ইসলাম মঞ্চে দুপুর বারোটা থেকে ৯ ঘন্টা ব্যাপী বিদ্রোহী কবিকে নিয়ে চলে বিশেষ আলোচনা সভা, সভা পরবর্তীতে  বাবলু বিশ্বাস, শ্যামল কাঞ্জিলাল, প্রতাপ রায়, সুরজিত চক্রবর্তী, মদন দাস, দুলাল ভট্টাচার্য প্রমুখ  শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সঙ্গীত-আবৃত্তি পরিবেশনার অনুষ্ঠান এককথায় অনবদ্য। ইন্দ্রনীল, বর্ষনের মত এক ঝাঁক প্রতিভাবান শিক্ষানবিশদের গাওয়া নজরুলগীতি নিয়ে তাঁদের যথাযথ প্রস্ততি শ্রোতা-উপস্থিত গুণীজনদের প্রশংসা পেয়েছে। প্রসঙ্গত এসেই পড়ে সঙ্গীতশিল্পী তথা সঙ্গীতগুরু ভাস্কর ভট্টাচার্যের কথা। যাঁর আন্তরিক উদ্যোগেই এলাকায় অনুষ্ঠানটি একটি চাহিদা তৈরি করেছে। বাংলার  নজরুলগীতি জগতের দুই নক্ষত্র পন্ডিত সুকুমার মিত্র ও পন্ডিত শঙ্করনাথ ঘোষালের স্মরণে অনুষ্ঠানটি নিবেদিত হয়। উল্লেখযোগ্য সঙ্গীতশিল্পীদের মধ্যে ছিলেন সুকুমার মিত্রের কন্যা কঙ্কনা রায়, পন্ডিত অমলেন্দু বিকাশ কর চৌধুরীর সুযোগ্য পুত্র রাজীব কর চৌধুরী, আয়োজক সঙ্গীতগুরু ভাস্কর ভট্টাচার্য  এবং অনুষ্ঠানের শেষশিল্পী বিদুষী সুস্মিতা গোস্বামী। নজরুল গবেষক বাঁধন সেনগুপ্তের বিশেষ উপস্থিতি ছিল এদিনের উপরি পাওনা। নজরুল আবৃত্তি পরিবেশনায় সৌমিত্র মুখোপাধ্যায় ছিলেন বেশ স্বচ্ছন্দ্য । সুদীপ্তা মুখোপাধ্যায় ও অমিত রায়ের অনুষ্ঠান সঞ্চালনাও প্রশংসার যোগ্য সন্দেহ নেই।

No comments