গাইলেন কৈলাস : বাজালেন মুকুল !
সাতদিনের সমাচার : মঞ্চে গান ধরেছেন কৈলাশ বিজয়বর্গীয় আর মুকুল রায় বাজাচ্ছেন খঞ্জনি। আজ মহাজাতি সদনে এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন হল ভর্তি দর্শক। সদনে আজ বসেছিল বাউল ও ভক্তিমূলক গানের আসর। বিজেপি সমর্থকদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন বিজয়বর্গীয় ও মুকুল। মঞ্চে চলছিল নৃত্য সহযোগে ভক্তিমূলক গান। আমন্ত্রিতদের অনুরোধে বিজয়বর্গীয় ধরেন হিন্দি ভক্তিগীতি, ওদিকে সঙ্গত করতে মুকুলকে ধরিয়ে দেয়া হয় খঞ্জনি। তাল রাখতে কিছুক্ষণ খঞ্জনি বাজাবার চেষ্টাও করেন রায় । ততক্ষণে বিজয়বর্গীয় আসর জমিয়ে দিয়েছেন। শ্রোতা-দর্শকরাও তার সাথে গলা মেলান, জোশ দেখা যায় অন্য বাদকদের মধ্যেও। আসরে তাল ঠিক রাখতে শেষ পর্যন্ত খঞ্জনিমুক্ত হয়ে মঞ্চেই বিজয়বর্গীয়র গান উপভোগ করতে থাকেন মুকুল । এ এক মজাদার দৃশ্য l
এদিকে বড়বাজারে আজ বন্ধ হয়ে যায় বিজেপির প্রয়াত নেতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে স্থানীয় বিজেপি কর্মীদের আয়োজনে দীনদয়াল উপাধ্যাযের মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান। পুলিশ সূত্রে খবর, বৈধ অনুমতি ছাড়াই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আয়োজকরা।
এদিকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মুকুল রায়, বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের পাশে দাঁড়িয়ে দাবি করেন যে আয়োজকরা অনুমতি চেয়ে পেয়েছিলেন কিন্তু একদিন আগে পুলিশ তা প্রত্যাহার করে নেয় এবং পুলিশ দিয়ে এলাকা ঘিরে রেখে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় রাজ্য সরকার । সংঘাতে না গিয়ে মুকুল বলেন, বৈধ অনুমতি নিয়েই তাঁরা খুব শীঘ্রই দীনদয়ালের মূর্তি প্রতিষ্ঠা করবেন।
No comments