কর্মরত গ্যাংম্যানকে হেনস্থা জিআরপি'র ,প্রতিবাদে ট্রেন অবরোধ
সাতদিনের সমাচার : রেলেরই একটি ঘরের দখলদারিকে কেন্দ্র করে কর্তব্যরত গ্যাংম্যানদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল রেলপুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে লাইনে নেমে ট্রেন অবরোধ করে গ্যাংম্যানদের দল ৷ অপ্রীতিকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরবেলা জগদ্দল স্টেশন এলাকায় ৷ জানা গেছে,জগদ্দল স্টেশনের চার নম্বর লাইন ধারে একটি পরিত্যক্ত ঘরে প্রতিদিনের মত কাজের শেষে বিশ্রাম করছিলেন গ্যংম্যানরা, সে সময় জিআরপি বাহিনী ওই ঘর দখল নেওয়ার চেষ্টা করে, গ্যাংম্যানরা বাধা দিলে দুপক্ষে ঝামেলা বেধে যায়৷ শুরু হয় হাতাহাতি ৷অভিযোগ, জিআরপি প্রথম গ্যাংম্যানদের গায়ে হাত দেয়, মারধরের প্রতিবাদে লাইনে নেমে ট্রেন অবরোধে শামিল হয় তারা ৷ ঘটনাটি জানাজানি হতেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষে'র সাথে কথা বললে মিনিট দশেক পর অবরোধ তুলে নয় গ্যাংম্যানরা ৷
No comments