ব্রেকিং নিউজ

মহালয়ার রাতে দুষ্কৃতীদের তান্ডব : আক্রান্ত প্রৌঢ়া

সাতদিনের সমাচার : পিতৃপক্ষের অবসানে যখন দেবীপক্ষের শুরু, সেই সন্ধিক্ষণে সবার অলক্ষ্যে অসুরদের হাতে আক্রান্ত রক্তমাংসের দেবী !  মারধর থেকে বাড়িঘর ভাঙচুর কিছুই বাদ রাখেনি দুষ্কৃতীরা৷  ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে হালিশহর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের নেতাজী সুভাষ সরনি এলাকায়৷ জানা গেছে ,ওই প্রৌঢ়া বাড়িতে একাই থাকতেন, এদিন রাতে তাঁর বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী৷ বাড়ির সদর দরজা ভেঙে ঘরে  ঢুকে আসবাব পত্র ভাঙচুর করে লন্ডভন্ড করে দেয়৷ বাড়িতে অগ্নি সংযোগেরও চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ বাধা দিলে ওই মহিলাকেও বেধড়ক পেটায় দুষ্কৃতীরা ৷ সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷  ঘটনায় আতঙ্কিত বৃদ্ধার মেয়ে ৷ যিনি ভোরের দিকে প্রতিবেশীর মারফত খবর পেয়ে এসে দেখেন  অন্তর্বাস পড়া অবস্থায় তার মা  রাস্তায় ছোটাছুটি করছেন৷ সারা শরীরে আঘাতের চিহ্ন  রয়েছে, রক্ত ঝরছে ৷ তাঁর জামাই দেবাশিস মিত্রের অভিযোগ,'বারবার পুলিশকে ফোন করলেও গাড়ি নেই বলে পুলিশ জানিয়ে দেয়৷' পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, সমাজের প্রতি পুলিশের কি ভুমিকা আছে? একজন বৃদ্ধা যদি এমন হেনস্থার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?  আর পুলিশ বলছে আসছি, দেখছি !' তবে কি  কারণে এই ঘটনা তা আমারা কিছুই বুঝতে পারছি না৷ আমরা চাই যারা এই ঘটনার সাথে যু্ক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে৷' প্রতিবেশিরাও একই দাবিতে অনড় ৷ ঘটনার খবর পেয়ে সেখানে যান তৃণমূলের যুবনেতা কমল অধিকারি, দুঃখপ্রকাশ করে তিনি বলেন,'দুঃখজনক ঘটনা৷ আমরা পুলিশকে বলেছি বিষয়টি খতিয়ে দেখতে৷ পুলিশ তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে, যদিও বেলার দিকে পুলিশ ঘটনাস্থলে এসেছে বলে খবর মিলেছে৷

No comments