হালিশহর জেঠিয়া বাজার স্টেশন রোড : কলঙ্কিত রাস্তা সংস্কারের দাবিতে পথে জাতীয় কংগ্রেস
সাতদিনের সমাচার : হালিশহর স্টেশন রোড জেঠিয়া বাজারের কলঙ্কময় রাস্তাটি নিয়ে এবার পথে নামল জাতীয় কংগ্রেস l স্থানীয় মানুষের সীমাহীন ক্ষোভ আর কাদাজলে মাখামাখি রাস্তা সংস্কারের দাবি নিয়ে কংগ্রেসনেতা অলোক ঘোষের নেতৃত্বে পথে নামলেন ঋষি বঙ্কিম ব্লক ২ কংগ্রেস কমিটির সদস্যরা। কংগ্রেস নেতা তাপস ঘোষ বলেন, 'স্টেশন সংলগ্ন অঞ্চলের সমস্যা নিয়ে রেল প্রশাসন কোন ব্যবস্থা নিতে আগ্রহী নয়, কেননা যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়েই যখন এদের কোন হেলদোল নেই, সেখানে পঞ্চায়েতের এলাকার মানুষদের নিয়ে এরা মাথা ঘামাবেন কেন! রাস্তা যতই রেলের জমিতে হোক ! আসলে মানুষ এতটাই ক্ষুব্ধ যে আমরা স্টেশনের একটি প্রবেশ পথে দাঁড়িয়ে ঘন্টা কয়েকের মধ্যে প্রায় তিনশতাধিক প্রতিবাদী মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছি যারা বছরের পর বছর ভাঙাচোরা রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমা পেরিয়ে যাতায়াত করে চলেছেন ক্ষোভ নিয়ে।' তিনি আরও বলেন, আসলে পঞ্চায়েত এলাকায় কোনও জল নিকাশি ব্যবস্থা নেই।তাই খানাখন্দে ভরা রাস্তায় জল জমলে সেই জল বেরোবার রাস্তা নেই, হালিশহর-নৈহাটি ব্লকের হাজার হাজার মানুষ রোজ সমস্যায় পড়েন এই রাস্তা নিয়ে, দুর্ঘটনাও ঘটে প্রায়শই।' ট্রেনযাত্রীদের মত বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হালিশহর স্টেশনের ভারপ্রাপ্তদের সঙ্গে আলোচনা, বিক্ষোভ সবই অনেকবার হলেও রেল প্রশাসনের টনক নড়েনি। সম্প্রতি রেল প্রশাসনকে ওই রাস্তা সংস্কারের জন্য ১৫ দিন সময় দিয়েছিল স্থানীয় জেঠিয়া পঞ্চায়েত এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তবে সুখের কথা, ইতিমধ্যে রাস্তায় ভাঙা ইঁট ও টুকরো বিছিয়ে সমান করার চেষ্টা হয়েছে, যা সামান্য জলেই পিচ্ছিল হয়ে উঠছে । প্রসঙ্গত,কাল ব্লক কংগ্রেসের এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রেলশ্রমিক নেতা পরেশ সরকার, নদিয়া জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি শ্রমিকনেতা পশুপতি অধিকারী, নৈহাটি শহর কংগ্রেসের নেতা পার্থ চন্দ, প্যাসেঞ্জার সংগঠনের নেতা ধর্মেন্দ্র সাউ, কাঁচরাপাড়া শহর কংগ্রেসনেতা মৃণাল ঘোষ, ঋষি বঙ্কিম ব্লকের নেতা তাপস ঘোষ প্রমুখ।
জানা গেছে, স্থানীয় স্টেশন ম্যানেজার এবারও দায়সারা কথা বলে প্রতিবাদকারীদের শিয়ালদহ ডিআরএম অফিসে প্রতিবাদপত্র জমা দিতে বলেছেন।
No comments