ব্রেকিং নিউজ

কাঁকিনাড়া : ট্রেন যাত্রী খুন দুষ্কৃতীদের হাতে

সাতদিনের সমাচার : ফের আতঙ্ক  কাঁকিনাড়া স্টেশনে l এবার এক  নিরীহ ট্রেন যাত্রীকে বোমা ছুঁড়ে খুন করলো দুষ্কৃতীরা। জানা গেছে, রাত ২ঃ১৫ নাগাদ  শিয়ালদহগামী মুজাফ্ফরপুর এক্সপ্রেস থেকে কাঁকিনাড়া স্টেশনে নামেন নদীয়া জেলার মাজদিয়া ভীমপুরের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস (৩৫)। পুলিশ সূত্রে খবর, স্টেশনে নামামাত্র তিনি দুষ্কৃতীদের খপ্পরে পড়েন, তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিশ্বজিৎবাবুর, কিন্তু তার সঙ্গে এটে উঠতে না পেরে তাকে লক্ষ করে বোমা ছোঁড়ে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই যাত্রীর ।পুলিস সূত্রে খবর, নৈহাটিতে নামার কথা ছিল বিশ্বজিৎবাবুর। কিন্তু ঘুম না ভাঙার কারণে তাকে পরের স্টেশন কাঁকিনাড়াতে নামতে হয়। আর কাঁকিনাড়াতে নামতেই এই সাংঘাতিক ঘটনা ঘটে যায়। ট্রেন যাত্রীরা যে নিরাপদে নেই, বিভিন্নভাবে তা স্পষ্ট হয়ে উঠছে দেশ জুড়ে ঘটে চলা বিভিন্ন ঘটনায়। খোদ জিআরপি অফিসের নাকের ডগায় যদি এমন ঘটনা ঘটে,তাহলে যাত্রীদের  নিরাপত্তা কোথায়? 
বেশকিছুদিন আগেও ট্রেন অবোরোধকে কেন্দ্র করে দুস্কৃতিরা যাত্রী বোঝাই ট্রেনে বোমা ছুঁড়ে ছিল। আজ ফের এমন ঘটনা নিয়ে ফের প্রশ্ন চিহ্নের মুখে রেল প্রশাসন।

No comments