ব্রেকিং নিউজ

৬২ বর্ষে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব

 সাতদিনের সমাচার : মান্ধারি বাজার জলের ট্যাঙ্কের মাঠে নির্মিত মুক্তমঞ্চকে মন্ডপের আকার দিয়ে এবারও দুর্গাপুজোর আয়োজন করেছিল রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। ৬২তম বর্ষে পা দেওয়া রজনীবাবু রোডের এই ক্লাব আবার সরকারি নথিভুক্ত। সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও জড়িত। দ্বিতলে আছে গ্রন্থাগার। খেলাধুলার জগতেও  যথেষ্ট সুনাম আছে। এখানেও পুজোর ক'দিন পাড়ার বিভিন্ন বয়সের পুরুষ-মহিলার আড্ডা জমান, আয়োজন করেন বিভিন্ন প্রতিযোগিতার । পুজো শেষে একাদশীতে অনুষ্ঠিত হল রুচিসম্মত বাংলা গান, নাচ, আবৃত্তি প্রভৃতি l প্রসঙ্গত, ক্লাব সদস্যদের উদ্যোগে প্রকাশিত হয় ভারত-বাংলাদেশের লেখক-লেখিকাদের লেখা সমৃদ্ধ একটি 'স্মরণিকা'। এবারও যথারীতি পুজোর পরই প্রকাশ হতে চলেছে তা।

No comments