ব্রেকিং নিউজ

সুবর্ণজয়ন্তী বর্ষে অন্য পুজো ঘটক রোডে

সাতদিনের সমাচার : দুর্গাপুজোর ৫০ বছর পূর্তি। অতএব এবার বাজেট সামান্য বেশিই ছিল কাঁচরাপাড়া ঘটক রোডের ইউনাইটেড ইয়ুথ-এর।  'তালতলার পুজো' নামেই যার  খ্যাতি রয়েছে এলাকায় । পুরোপুরি পাড়ার পুজো। রায়, সান্যাল, পাত্র, ভট্টাচার্য, দাসে'দের মত পরিবারের সকলে একাত্মা হয়ে এবারও করেছেন পুজোর আয়োজন। তবে এবার আড়ম্বরও  বেড়েছে খানিকটা । মন্ডপেও দেখা গেছে নতুনত্ব । বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছে কিছু ত্রুটি থাকা সদস্যদের লেখা সমৃদ্ধ স্মারক পত্রিকার মত মায়ের ভোগের প্রসাদও! প্রবীন সদস্যদের  সম্মান জানাতে ছিল বিশেষ উদ্যোগ, যা সচরাচর দেখা বা শোনাও যায় না। যথারীতি এবারও মূলত পাড়ার মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। গতকাল সন্ধ্যা থেকে  বিজয়া সম্মিলনী উপলক্ষে  ছিল মিষ্টিমুখের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান-নাচ-আবৃত্তিতে অংশগ্রহণকারী সকলে পাড়ারই বলা যায়। প্রসঙ্গত, শেষ শিল্পী হিসাবে যিনি আসর জমিয়েছেন, বর্তমানে কলকাতাবাসী সেই নির্মল পাত্র পর্যন্ত একসময় এই প্রিয়নাথ রোডেরই বাসিন্দা ছিলেন।

No comments