পুজো মন্ডপে দুষ্কৃতীদের তান্ডব,ভাঙচুর,মারধর
সাতদিনের সমাচার : পছন্দের গান বাজাতে বাঁধা দেওয়ায় দুর্গাপুজো মন্ডপে অস্ত্র হাতে তান্ডব চালালো একদল দুষ্কৃতী৷নক্কারজনক ঘটনাটি ঘটেছে মহাঅষ্টমী রবিবার রাতে নৈহাটি তালপুকুর তরুণ সংঘ ক্লাব এলাকায়৷দুষ্কৃতীদের তান্ডবে আতঙ্কিত এলাকার লোকজন৷ জানা গিয়েছে,এদিন রাতে মদ্যপ অবস্থায় একদল দুষ্কৃতী এসে গান বাজাতে বলে,তাতে বাঁধা দেয় ক্লাব সদ্যসরা৷এরপর অস্ত্র হাতে চড়াও হয় দুষ্কৃতীরা৷ক্লাব সদ্যস প্রকাশ কুমার সিং বলেন,পাড়া লোকজন কে নিয়ে আমাদের ক্লাব৷পুজোর সময় আমাদের প্রতিদিন উতসব হয়৷এদিন আমরা খাওয়া-দাওয়া সেরে বসে ছিলাম৷আমার দুই ভাইয়ের বৌরা তাঁদের শিশুদের নিয়ে বসেছিলো৷অভিযোগ,প্রথমে দুষ্কৃতীর ইট ছোড়ে৷আমি হাত বাড়িয়ে দেওয়া সেই ইটটি আমার হাতে লাগে৷তিনি আরও বলেন,আমার মাসতুতো ভাই বিশ্বনাথ সিং সহ আরও দুজন কে ফেলে বেধড়ক পেটায় দুষ্কৃতীরা৷বিশ্বনাথ কে হকিস্টিক দিয়ে তাঁর গলায় প্রহার করে দুষ্কৃতীরা৷আহতদের কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তী করা হয়েছে৷তিনি বলেন,ওরা এসে গান বাজাতে বলে,সেই সময় আমাদের একজন ক্লাব সদ্যস বাঁধা দেন৷তিনি বলেন,আমরা গান বাজাতে পারবো না৷তখুন তাঁরা ফিরে যায়৷কিছুক্ষণ বাদে তারা অস্ত্র হাতে চড়াও হয়৷জানা গিয়েছে,তাঁরা মন্ডপে রাখা একাধিক চেয়ার ভাঙচুর করে৷এমনকি মাতৃপ্রতিমাও ভাঙচুর করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ ক্লাব সদ্যসদের৷এরপর ক্লাবের পক্ষ থেকে নৈহাটি থানায় অভিযোগ দায়র করা হয়৷অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে নৈহাটি থানার পুলিশ৷যদিও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নি৷
No comments