বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই : দিলীপ
সাতদিনের সমাচার : পশ্চিম বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই৷ দুর্গাপুজোর সময় আমরা শান্তিতে আনন্দ করতে চাই৷ কিন্তু পুজোর সময় চারজন খুন হয়ে গেল এটা দেখা উচিত রাজ্য সরকারের ৷ শুক্রবার বেলার দিকে কাঁচরাপাড়া ক্ষুদিরাম বোস ইনিসটিউটে পূর্ব রেলওয়ে কর্মচারী সংঘের বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ মুর্শীদাবাদ জেলার জিয়াগঞ্জের একই পরিবারের চারজনের হত্যার ঘটনার প্রসঙ্গে দিলীপবাবু বলেন,'বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই৷ ওখানকার মানুষ ভয়ের মধ্য আছেন৷ পুরো পরিবারটাই শেষ হয়ে গেল৷ রাজ্যে কেউই সুরক্ষিত নয় ৷' তিনি রেডরোডের কার্নিভাল'কে কটাক্ষ করে বলেন, একদিকে হাহাকার, রক্তের নদী বয়ে যাচ্ছে, আর অন্যদিকে এই কার্নিভাল! মানুষ কত আনন্দ পাবেন এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে !' এদিন শহীদ ক্ষুদিরাম বসু'র মূর্তিতে মাল্যদান এবং মঞ্চে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন তিনি ৷ মোট চারটে দাবি নিয়ে রেল শ্রমিকরা এদিন সাংসদের কাছে ডেপুটেশন দেন৷ এম টি এস কে ব্যান করতে হবে, কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে যে শূন্যপদ আছে, সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে ৷ এবিষয় সাংসদ বলেন,'মানুষ আমাদের কাছে পেয়ে ডেপুটেশন দিচ্ছে৷ আমরা সেসব যথাযথ জায়গায় পৌঁছে দেব ৷ তিনি আরও বলেন,অনেক সমস্যার সমাধান হয়েছে৷ যেমন আমি নিজেই খড়গপুরে কাজ করেছি৷ সুতরাং আমার পক্ষ থেকে যতটা হবে আমি করব l' এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র এবং জেলা ও রাজ্যর কার্যকর্তারা৷
No comments