পথ দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মী
সাতদিনের সমাচার : ডিউটি সেরে পুলিশ ব্যারাকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন খড়দা থানার এক পুলিশ কর্মী৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিটি রোডে৷ মৃতর নাম স্বপন কুমার দাস(৩৮)৷ বাড়ি দক্ষিণ ২৪পরগনার বজবজের ডাঃএসএন ঘোষ রোডে ৷ স্বপনবাবু খড়দা থানার কনস্টেবল পদ কর্মরত ছিলেন৷ বছর দুয়েক হয়েছে তিনি নিমতা থানা থেকে খড়দা থানায় এসেছিলেন৷ জানা গেছে,শুক্রবার রাতে পানিহাটির মহোৎসব ঘাটে বিসর্জনের ডিউটি সেরে বাইকে করে ফিরছিলেন৷ খড়দা প্রফুল্ল সিনেমা হলের সামনে হোটলে রাতের খাওয়া-দাওয়া সেরে বাইকে চেপে থানার পুলিশ ব্যারাকে ফিরছিলেন, সেই সময় ব্যারাকপুরগামী একটি গাড়ি দ্রুতগতিতে এসে স্বপনবাবুর বাইকে পিছন থেকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপনবাবু৷ ঘটনাস্থল থেকে জখম অবস্থায় তাকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিতসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ি সমেত চালক পলাতক৷
No comments