ব্রেকিং নিউজ

ফের 'নোবেল' প্রাপ্তি বাঙালির

সাতদিনের সমাচার : ফের বাংলা তথা ভারতবাসীর কাছে এক আনন্দের ও গর্বের দিন। অমর্ত্য সেনের পর ২০১৯ সালের নোবেল প্রাপকদের তালিকায় উঠে এল আরেক বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম। সংবাদ সংস্থার খবরে প্রকাশ, অর্থনীতিতে এসথার ডুফলো, মাইকেল কার্মা ও অভিজিৎ পেতে চলেছেন বিশ্ববন্দিত এই পুরস্কার।
অভিজিৎ বর্তমানে বার্থ ফাউন্ডেশনের অধ্যাপক। 
১৯৬১ সালে কলকাতাতেই তাঁর জন্ম। ছাত্রাবস্থায় ছিলেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। সেখান থেকে পাশ করে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন প্রেসিডেন্সি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে। এরপর তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয়। পি এইচ ডি ডিগ্রী লাভ করে তিনি অধ্যাপনা শুরু করেন। তাঁর বাবা-মা দীপক বন্দ্যোপাধ্যায় ও নির্মলা বন্দ্যোপাধ্যায় দু'জনই অধ্যাপনা করেন। অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি পেলেন অভিজিৎ।

No comments