ব্রেকিং নিউজ

দশমীর ভোরে ভুতবাগানে যুবক খুন

সাতদিনের সমাচারঃ দশমীর ভোর রাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীরা এখনও আতঙ্কে,  খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারির কোনও খবর নেই ৷ বীজপুর পুলিশ তদন্ত চালাচ্ছে l প্রসঙ্গত, সোমবার গভীর রাতে কাঁচরাপাড়া   ভূতবাগান পাইপ লাইন এলাকায়  রাজু কুর্মী (৩৮) নামে এক যুবককে গুলি করে খুন করা হয় ৷ মৃতের বাড়ি কাঁচরাপাড়া পুরসভার ২৩নম্বর ওয়ার্ডের  ভূতবাগান রেল কলোনি এলাকায়৷ স্থানীয় সূত্রের খবর,মৃত যুবক রাজমিস্ত্রীর কাজ করত৷ তবে কি কারণে এই খুন তা নিয়ে   ধোঁয়াশায় স্থানীয়রা ৷ মৃত যুবকের দাদা জিতেন কুর্মী বলেন,'আমি ভোর রাতে ঘটনাটি জানতে পারি যে আমার ভাইকে পিন্টু শর্মা ওরফে কানা পিন্টু মেরেছে ৷ তাকে মাথায় এবং বুকে দুটি গুলি করা হয়েছে বলে জানতে পেরেছি৷ তিনি আরও বলেন,পিন্টু তিন মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছে৷ পিন্টু হচ্ছে দাগী দুষ্কৃতী৷ পুরোনো কোনও শত্রুতা থেকেই ভাইকে মেরে দিল ৷' তিনি আরও বলেন, 'রাজুর সাথে আরও একজন ছিল, ওকে দুষ্কৃতীরা ধরতে পারেনি, পালিয়ে না গেলে ওকেও মেরে দিত ৷' তার অভিযোগ' পিন্টুকে পালাতে সাহায্য করেছে তার ভাই পাপ্পু ৷ খুনিদের শাস্তির দাবি তুলেছেন  মৃতের দাদা এবং প্রতিবেশীরা ৷ প্রতিবেশী মনোজকুমার বলেন, সে সময় রাজুর সঙ্গে আরও চারজন ছিল, ওদের মধ্য কোনও  বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছিল ৷ রাজুকে প্রথমে মারধর করা হয়েছে ৷ মৃত্যু নিশ্চিত করতে খুব কাছ থেকে তাঁকে গুলিও করা হয়েছে৷ একটি গুলি ছিটকে একজনের পায়ে লেগেছে ৷ তাকে পুলিশ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায়৷ মনোজবাবুরও  অভিযোগ,পিন্টুই রাজুকে খুন করেছে এবং পিন্টুকে পালাতে সাহায্য করেছে পাপ্পু শর্মা ৷ এদিকে ঘটনার খবর পেয়ে ভোর রাতে ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ৷ গুলিবিদ্ধ রাজুকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকরা রাজুকে মৃত বলে  ঘোষনা করেন ৷ মৃতের পরিবারের তরফে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তারির কোনও খবর নেই ৷ তবে একসময়ে খবরের শিরোনামে থাকা ভূতবাগানে এই খুনের ঘটনা অতীতকে ফের মনে করিয়ে দিয়েছে l

No comments