ব্রেকিং নিউজ

শারদ উৎসব : বিজেপির বস্ত্র বিতরণ কাঁচরাপাড়ায়

সাতদিনের সমাচারঃ আসন্ন দুর্গাপুজা উপলক্ষে গরিব দুঃস্থদের জন্য নতুন বস্ত্র  তুলে দিল কাঁচরাপাড়ার বিজেপি কর্মীরা ৷ বুধবার মহা চতুর্থীর পুণ্য লগ্নে  কাঁচরাপাড়া গান্ধিমোড় সংলগ্ন একটি শপিংমলের সামনে স্থানীয় বিজেপি মন্ডলের উদ্যোগে এই মহৎ উদ্যোগ সুসম্পন্ন হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁচরাপাড়া মন্ডল সভাপতি সমর দাস,মন্ডল সম্পাদক সোনু সিং সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব ৷ মন্ডল সম্পাদক সোনু সিং বলেন, 'দুর্গাপুজো উপলক্ষে আমরা গরিরদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পারলাম ৷ যদিও এটা আমাদের একটি অতি ক্ষুদ্র  প্রয়াস৷' তিনি আরও বলেন,'৫০০ জন অসহায় মানুষকে আমরা নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি ৷ শাড়ি,ধুতি ছাড়াও ছিল ছোটো বাচ্চা ছেলে-মেয়েদের পোশাক৷ মন্ডল সভাপতি সমর দাস বলেন,এদিন স্বাগত দাসের নেতৃত্ব কাঁচরাপাড়া কলেজ মোড়, জোড়া মন্দিরে বিজেপি কার্যালয় থেকে হিরা মন্ডল,হালিশহর চৌমাথা এলাকায় সুদীপ্ত দাসের নেতৃত্ব এবং হালিশহর বলিদাঘাটা এলাকায় হালিশহর পুরপ্রধান তথা বিজেপি নেতা দেবাশিস  দত্ত'র নেতৃত্ব নতুন বস্ত্র বিতরণ করা হয়,আসলে আমরা চাই পুজোর সময় প্রান্তিক মানুষদের মুখে হাসি অমিলন থাকুক ৷ মানুষজন আমাদের স্বতঃস্ফূর্ত  ভাবে সমর্থন করেছে৷

No comments