দুঃস্থদের বস্ত্রদান হালিশহর ১৫ নম্বর ওয়ার্ডে
সাতদিনের সমাচার : আসন্ন শারদোৎসব উপলক্ষে জেলা তৃণমূল নেতা সুবোধ অধিকারী এবং তার সহোদর কমল অধিকারীর সহযোগিতায় হালিশহর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এবং রানিংরুম -এ ওয়ার্ডের দুঃস্থ মানুষদের জন্য নতুন বস্ত্র বিতরণ করলেন তৃণমূল যুবনেতা কমল মুখার্জি ও উপেন্দ্র শর্মা l প্রসঙ্গত, কমল মুখার্জী হলেন এমন এক দলীয় কর্মী যিনি দলের দুর্দিনেও একনিষ্ঠ কর্মী হিসেবে দলের কাজ করে গিয়েছেন, সুবিধাবাদীদের মতো দল বদল না করেই l এই মুহূর্তে তাই অন্যান্যদের তুলনায় কমল মুখার্জীর গ্রহণযোগ্যতা তৃণমূলে অনেকটাই বেশি, খোদ জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রাজ্যের খাদ্যমন্ত্রীও বটে, তিনি নিজে কমলবাবুর কাজে সন্তোষ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে l কারণ ওয়ার্ডভিত্তিক উন্নয়নমূলক কাজে রং না দেখেই একনাগাড়ে কাজ করে চলেছেন কমল, তাতে অবশ্য অনেকের চক্ষুশূল হতে হয়েছে তাকে, তবে কমল মুখার্জী অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ, তাঁর একটাই কথা, 'মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের কাজে নেমেছিলাম, আজও সেই পথেই চলেছি, সুবোধদা বা উচ্চনেতৃত্ব যেমন আদেশ দেবেন সেই মতো দলের কাজ করে যাব, কারণ আমি কিছু পাওয়ার লোভে নয়, দেবার জন্য দল করি l'
No comments