ব্রেকিং নিউজ

সিবিএসসি বোর্ড : ইস্ট জোন খো খো প্রতিযোগিতা কাঁচরাপাড়ায়

সাতদিনের সমাচারঃ প্রতিযোগিতা শুরু কয়েক ঘন্টা আগেই মাঠ ভিজিয়ে দিয়ে গেছে বৃষ্টি৷ তারপরই ঠাঁ ঠাঁ রোদ্দুরে শুক্রবার কাঁচরাপাড়া বেল ইনিস্টিটউট ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল সিবিএসসি বোর্ডের ইষ্ট জোন স্কুলগুলির চারদিন ব্যাপী খো খো প্রতিযোগিতা ৷ ইতিমধ্যই পশ্চিমবঙ্গ,ছত্রিশগড় তথা ওড়িশার বিভিন্ন প্রান্ত থেকে ২৪টি স্কুলের চারশতাধিক ছাত্র-ছাত্রীরা খেলার পোশাক পরে সকাল-সকাল উপস্থিত ছিলেন প্রতিযোগিতার মূল মঞ্চের সামনে ৷ প্রস্তুত ছিলেন আয়োজক স্কুল কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির কর্তা থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের অন্যান্য কর্মী সাধারণ ৷ এদিন মঞ্চে প্রদীপ জ্বেলে   প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ছোটো এবং মাঝারি শিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রত্না ঘোষ কর৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অশোক তালুকদার, সহ-সভাপতি অলোকময় লাহিড়ি,চেয়ারম্যান কালী রায় প্রমুখ৷ এরপর শুরু হয় প্রতিযোগিতার প্রথম খেলা৷ আয়োজকরা তখনও ছুটছেন ত্রুটিবিচ্যুতি বা খামতি মেটাতে৷ এরমধ্যই বিদ্যালয়ের অধ্যক্ষ তথা পরিচালন সমিতির সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী বলেন,এই প্রথম তাঁরা এই ধরণের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছেন৷ আগত বিদ্যালয়গুলির প্রতিনিধিরা সকলে সহযোগিতা করেছেন৷ আগামীদিনে ফুটবল কিংবা ক্রিকেটের মত জনপ্রিয় খেলার আয়োজন করার জন্য বোর্ডের কাছে দরবার করবেন তারা ৷ প্রসঙ্গত, আগামী সোমবার পর্যন্ত চলবে প্রতিযোগিতায় খেতাব জেতার লড়াই ৷

No comments