নর্দমা মেরামত : বিক্ষোভ স্থানীয়দের
সাতদিনের সমাচার : পুরোনো ইট দিয়ে নর্দমা মেরামতি কাজ করায় ঠিকাদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা৷ রবিবার দুপুরবেলা কাঁচরাপাড়া পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের মান্ধারী বাজার এলাকায় একটি নর্দমা মেরামতি কাজ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় ৷ ঠিকাদার পুরনো ইট দিয়ে কাজ শুরু করায় তা স্থানীয়দের নজরে আসতেই প্রতিবাদ তৈরী হয় ৷ ঠিকাদারকে ঘিরে চলে বিক্ষোভ ৷ স্থানীয়দের অভিযোগ,বেশী মুনাফা করতে নতুন ইটের বদলে পুরনো ইট দিয়ে কাজ করছিলেন ঠিকাদার৷তাঁরা ঠিকাদারের বিরুদ্ধে সরব হয়ে নর্দমা মেরামতি কাজ বন্ধ করে দেন৷ তাদের আরও অভিযোগ,পুরসভার উপ-পুরপ্রধানের ওয়ার্ডে যদি এমন কাজ হয় তাহলে অন্য ওয়ার্ডে কি অবস্থা হবে ! তাদের দাবি,নতুন ইট দিয়ে যথাযথভাবে ড্রেনের মেরামতির কাজ করতে হবে,এমন নিম্নমানের কাজ চলবে না৷ এদিকে ঠিকাদার বলেন, বেশকিছু জায়গায় ড্রেনটি নিচু হয়ে যাওয়ায় মেরামতির কাজ চলছিল পুরনো ইট দিয়ে, কিন্তু স্থানীয়রা বাধা দিলে গাঁথনি করা ইট খুলে দেয়া হয়েছে সঙ্গে সঙ্গে, আসলে পুরনো ইট দিয়ে কাজ করাটা আমার উচিত হয়নি ৷' এবিষয় ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা উপ-পুরপ্রধান বলেন,আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঠিকাদারকে কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছি ৷ উনি অন্যায়ভাবে বেশি লাভের জন্য এই কাজ করছিলেন, স্থানীয়রা বাধা দিয়ে ঠিক কাজ করেছে l
No comments