সিবিএসসি বোর্ডের খো খো প্রতিযোগিতা : পুরস্কারে রমরমা ওড়িশার
সাতদিনের সমাচার : সিবিএসসি বোর্ডের ইন্টার স্কুল খো খো প্রতিযোগিতায় বাংলাকে পিছনে ফেলে প্রতিযোগিতার বেশীরভাগ পুরস্কারই জিতে নিল ওড়িশার খো খো খেলোয়াড়রা ৷ সোমবার বিকেলে শেষ হল কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের তত্ত্বাবধানে চারদিন ব্যাপী সিবিএসসি বার্ডের ইষ্টজোন ইন্টারস্কুল খো খো প্রতিযোগিতা৷ মোট ২৪টি স্কুল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৷ অনূর্ধ্ব ১৭ এবং ১৯ শে ছেলে এবং মেয়েদের চারটি বিভাগে মোট ১৬টি পুরস্কার প্রদান ছাড়াও প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকারি সমস্ত বিদ্যালয়কেই মানপত্র ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়৷ প্রতিযোগিতায় যে সব স্কুলগুলি স্থান লাভ করতে পারেনি, তাদেরকেও মানপত্র দেয়া হয় বোর্ডের পক্ষ থেকে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিবিএসসি বার্ডের রিজিওনাল অধিকর্তা এ.মাটে l ছিলেন,স্থানীয় স্কুলের পরিচালন সমিতির সভাপতি অশোক তালুকদার, সহ-সভাপতি অলোকময় লাহিড়ি,চেয়ারম্যান কালী রায়, বিদ্যালয় অধ্যক্ষ তথা পরিচালন সমিতির সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা৷ এদিন অনূর্ধ্ব-১৭ ছাত্রদের বিভাগে কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে প্রতিযোগিতায় প্রথম হয় ছত্তিশগড়ের অ্যলমস পাবলিক স্কুল৷ এই বিভাগের ছাত্রীদের ফাইনল খেলায় ওড়িশার বিকাশ রেসিডেন্সিয়াল স্কুলে ও এটমিক এনার্জী সেন্ট্রাল স্কুল যথাক্রমে চ্যম্পিয়ান ও রানার্স হয়৷ অনূধর্ব-১৯ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে যথাক্রমে ওড়িশার সেভেন হিল্স রেসিডেন্সিয়াল স্কুল ও স্বামী বিবেকানন্দ শিক্ষাশ্রম৷ এই বিভাগে ওড়িশার সাই ইন্টারন্যাশনাল স্কুল ও কাঁচরাপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীরা যথাক্রমে চ্যাম্পিয়ান ও রানার্স হয়৷ প্রধান অতিথি টি.মাটে আয়োজক স্কুলের ভুয়সী প্রশংসা করে বলেন,'আমি এই প্রথম এখানে এসেছি, আয়োজক স্কুল খুবই ভালো ব্যাবস্থা করেছে, তবে ছাত্রছাত্রীদের বলবো খেলায় হারজিত থাকে হেরে গেলে মন খারাপ করে লাভ নেই, চেষ্টা করতে হবে আরও ভাল খেলার৷ কারণ পড়াশুনার পাশাপাশি খেলাধুলোর কোনও জুড়ি নেই, খেলা মাধ্যমেই ভবিষ্যৎ তৈরি করা যায়, চাকুরি ক্ষেত্রেও সুযোগ থাকে, তাই অভিভাবক ও স্কুল শিক্ষকদের বলছি,ছেলে-মেয়েদের মাঠে নিয়ে যেতে হবে, যারা ক্রিকেট কিংবা ফুটবল খেলতে পছন্দ করে তাদের উৎসাহিত করতে হবে ৷ যাতে ভবিষ্যতে দেশের জাতীয় পতাকার মান আরও উঁচুতে উঠতে পারে l' তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সদ্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কথা তুলে ধরে বলেন,'খেলাধুলোর বিষয় বাংলা সব সময় চর্চায় থাকে৷ এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে l'
No comments