ব্রেকিং নিউজ

দিদিকে পাচ্ছিনা দু'মাস : 'দিদিকে বলো' কার্ড দিতে গিয়ে অভিযোগ শুনলেন খোকন তালুকদার

সাতদিনের সমাচার : কিছুদিন আগেই কাঁচরাপাড়ার দশ নম্বর ওয়ার্ড পর্যবেক্ষণে বেরিয়েছিলেন পুরপ্রধান সুদামা রায়। তখন তাঁকে স্থানীয় নাগরিকদের বেশ কিছু অভিযোগ শুনতে হয়েছিল, বিশেষত এলাকার তৃণমূল কাউন্সিলর সুভাষ চক্রবর্তী সম্পর্কে। তাঁর সাথে সেদিন ছিলেন সুভাষ চক্রবর্তী নিজেও। আজ ফের  'দিদিকে বলো' কর্মসূচি পালন করতে ওই একই এলাকায় হাজির হয়েছিলেন কাঁচরাপাড়া তৃণমূলের সভাপতি অশোক তালুকদার। এলাকার বহু মানুষ এগিয়ে এসে তাঁর কাছ থেকে দিদির নম্বর সংগ্রহ করলেও অভিযোগ তোলেন যে দিদিকে ফোন করেও পাওয়া যাচ্ছে না! নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার দু-তিনজন বয়স্ক পুরুষ ও মহিলা অভিযোগ করেন, তাঁরা 'দিদিকে বলো' কার্ডে যে নম্বর আছে তাতে বারেবারে ফোন করেও শেষ দু মাস ধরে 'দিদি'র সাথে যোগাযোগ করতে পারেননি। এ নিয়ে তৃণমূল নেতা বলেন যে আরেকটু কষ্ট করে দু-চারবার চেষ্টা করলে দিদির সাথে নিশ্চয়ই যোগাযোগ করা যাবে। কিন্তু দু-চারজন ছাড়া এলাকার বেশিরভাগ মানুষই কোন নির্দিষ্ট অভিযোগ দল বা দলের নেতৃত্ব, কিংবা স্থানীয় কাউন্সিলর, কারো বিরুদ্ধে করতে রাজি হননি l কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নাগরিক আমাদের কাছে তার ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এই কিছুদিন আগেই পুরপ্রধানকে তাদের এলাকার অনেক মানুষ কিছু অভিযোগ করেছিলেন কিন্তু এখনও তা নিয়ে না পুরপ্রধান, না এলাকার কাউন্সিলর - কারোর কোন হেলদোল দেখা নেই, উল্টে শত্রু তৈরী হওয়া, সেজন্যই তারা নতুন করে আজ আর তৃণমূল নেতা খোকন তালুকদারের কাছে সরাসরি কোনো অভিযোগ করতে চাইছেন না। 
প্রসঙ্গত আজ ঝির ঝিরে বৃষ্টির মধ্যেই বিকেল চারটে থেকে কর্মসূচিতে অংশে নিলেন অশোক তালুকদার ওরফে খোকনের সাথে সোনালি সিংহ রায়, সমর চ্যাটার্জী  সহ শহরের ও ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। 
কর্মসূচি পালনের আগে ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে খোকন তালুকদার বলেন, জেলা নেতাদের নির্দেশ আছে, অভিযোগ যদি মানুষ তাঁদের জানান, তাহলে যে অভিযোগগুলি স্থানীয়ভাবে মিটিয়ে দেওয়া সম্ভব তা তারা করবেন। আর তাঁদের না জানিয়ে সরাসরি তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যাতে সরাসরি জানাতে পারেন সেজন্যই তারা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে খোদ দিদির নম্বরটি প্রদান করছেন l তিনি দাবি করেন, কিছু ক্ষেত্রে যেহেতু হাজার হাজার ফোন দিদির কাছে সারা পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে সেজন্য হয়তো অনেকে লাইন পাচ্ছেন না। কিন্তু কয়েকবার চেষ্টা করে বহু মানুষ তাদের সমস্যা প্রতিদিন দিদি বা তাঁর নির্দিষ্ট  কার্যকর্তাদের কাছে জানাচ্ছেন এবং তার ফল হাতে নাতে পাচ্ছেন।

No comments