ব্রেকিং নিউজ

শতবর্ষ ইষ্টবেঙ্গলের 'থিম'কাঁচরাপাড়ায়

সাতদিনের সমাচার : শতবর্ষের ফুটবল ক্লাব ইষ্টবেঙ্গলকে নিয়ে পুজো উন্মাদনা  কাঁচরাপাড়ায়৷ কল্যানী হাইওয়ে সংলগ্ন বড় জোনপুরে 'আহ্বান' ক্লাবের এবছরে কালীপুজোর  'থিম' 'শতবর্ষে ইষ্ট বেঙ্গল ক্লাব' ৷ অল্প বাজেটের এই পুজোমন্ডপটির ক্লাবের পতাকার রঙ লাল-হলুদ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে৷ মন্ডপের প্রবেশ দ্বারের দু'দিক ক্লাবে শতবর্ষপূর্তি উপলক্ষে সেলিব্রেশনের কাটআউট দিয়ে গেট এবং গেটের গায়ে বড়-বড় করে লেখা আছে ক্লাবের নাম ৷ ফুটবল এবং পুরনোদিনের স্মৃতি বিজড়িত কিছু ছবি দিয়ে মন্ডপের অন্দরমহলকে সাজিয়ে তোলা হয়েছে ৷ বলা বাহুল্য, পুজো কমিটির সকলেই 'ইষ্ট বেঙ্গল' সমর্থক ৷ পুজো উপলক্ষে নতুন জামা কাপড়ের বদলে তারা ক্লাবের জার্সি গায়ে দিয়ে উপস্থিত হচ্ছেন পুজো প্রাঙ্গণে ৷ পুজো উদ্যোক্তাদের পক্ষে আকাশ চক্রবর্তী বলেন, ক্লাব ১০০বছরে পদার্পণ করল তাই আমরা শতবর্ষ ছাড়া কিছু ভাবতে পারিনি ৷ যেহেতু আমরা হার্ডকোর ইষ্টবেঙ্গল ফ্যান তাই সব সময় দল নিয়ে চিন্তাভাবনা থাকেই ৷ তিনি আরও বলেন,এই ছোট প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা মানুষকে জানাতে চাই যে একশো বছর ধরে কি কি আন্দোলন করে গর্বের দলটা শতবর্ষে পাড়ি দিয়েছে , মায়ের কাছে আমাদের প্রার্থনা বহুদিনের প্রতীক্ষা 'আই লিগ' এবারও যেন আমারাই পাই৷

No comments