ব্রেকিং নিউজ

মীমাংসা করার নামে ডেকে এনে খুন

সাতদিনের সমাচারঃ এক বছর আগের ঝামেলা মিটিয়ে দেওয়ার নাম করে এক যুবককে ডেকে এনে মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ শুক্রবার বিকেলে জগদ্দল থানার শ্যামনগর চাপঁদানি গঙ্গাঘাট থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে  জগদ্দল থানার পুলিশ৷ মৃত যুবকের নাম মহম্মদ সাব্বির(২৩)৷  বাড়ি বারাকপুর মনিরামপুর এলাকায়৷ যুবক টিটাগড়  জুটমিলে অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিল ৷ জানা গেছে,মৃত  যুবক চারদিন ধরে নিখোঁজ ছিল ৷ নিখোঁজ ডায়রিও করা হয়েছিল  পরিবারের তরফে ৷ এদিন  মৃতদেহ গঙ্গা থেকে উদ্ধারের পর  মৃতের মামার নাসির হুসেনের অভিযোগ,এক বছর আগের পুরনো একটি ঝামেলা মিটিয়ে দেওয়ার নাম করে গত চারদিন আগে সাব্বিরকে ওর পরিচিতি দু'জন ডেকে আনে৷ তারপর সাব্বির আর বাড়ি ফেরেনি৷ থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছিল ৷ পাশাপাশি আমরাও তার খোঁজ করি, গঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখে খবর পেয়ে আমরা ভুটভুটি নিয়ে এসে দেখি ওই মৃতদেহটি সাব্বিরের ,আমরা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ তাঁর অভিযোগ,সাব্বিরকে ব্যাপক মারধর করা হয়েছে৷ তাঁর গলায় আঘাতের চিহ্ন আছে, মৃত্যু নিশ্চিত করতে মাথায় গুলি করে শরীরে একটি পাথর বেধে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে দুষ্কৃতীরা,যাতে মৃতদেহটি জলে না ভাসে ৷ সাব্বিরকে যারা খুন করেছে তাঁদের কঠোর শাস্তির দাবি জানান৷তিনি আরও বলেন,আমরা ইনসাফ চাই৷ মৃতের বাবা ইস্তিয়াক আহমেদ পেশায় অটোচালক৷ তিনি বলেন,সাব্বির একমাত্র ছেলে ৷ আমি ওকে বারবার বারণ করতাম ওদের সাথে মেলামেশা করতে৷তাঁর অভিযোগ,তৃণমূল গুন্ডা শিবু যাদব চাপ দিতো ছেলেকে তাদের সঙ্গে কাজ করার জন্য, ওরাই আমার ছেলে সাব্বিরকে গুলি করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে৷ তাঁর দাবি, আমরা ইনসাফ চাই৷  মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় জগদ্দল থানায়৷অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ৷

No comments