জোর কদমে চলছে ছটপুজো প্রস্তুতির কাজ
সাতদিনের সমাচার : কালীপুজো মিটলেই ছয়দিন পরে ছট পুজো৷ এই পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে তাঁরই প্রস্তুতির কাজ৷ কাঁচরাপাড়া নবযুবক সংঘের উদ্যোগে বনগাঁ রোড সংলগ্ন রেলের পুকুরের ছটপুজো ৪৭তম বছরে পা দিয়েছে ৷ এলাকার ছটব্রতকারীরা এই পুকুরে আসেন পুজো করতে৷ এদিন প্রচুর মানুষের সমাগম পুজোকে কেন্দ্রে করে, নবযুবক সংঘ ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সদ্যসরা সহযোগিতায় প্রস্তুত থাকেন৷ পুকুরের উল্টেদিকে সুর্যঠাকুরের বিশাল আকারের মূর্তি রেখে চলে পুজো অর্চনা৷ ক্লাব সম্পাদক সন্তোষ রায় বলেন,পুকুরে প্রচুর আবর্জনা পড়েছিল, তা পরিষ্কার করা হচ্ছে, ঘাটের আশপাশ অঞ্চলেও সাফ সাফাই চলছে জোড় কদমে ৷ যে সকল ছটব্রতকারী মা-বোনরা আসেন পুজো করতে তাঁদের যাতে কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি ৷ তিনি আরও বলেন,অপ্রীতিকর ঘটনাকে এড়াতে এবছর প্রথম থাকছে ড্রোনের ব্যবস্থা, এছাড়াও প্রশাসন থাকবে সক্রিয় ভুমিকায়৷ সংগঠনের পরামর্শদাতা কমিটির সদ্যস বাচ্চু সাউ বলেন,পুকুর থেকে ময়লা পরিষ্কার করার পর জলে ফিটকিরি দেওয়া হবে, প্রথম অর্ঘ্যর দিন ৩রা নভেম্বর সন্ধ্যাতে পুজো মন্ডপে সন্ধ্যা ভজন' এর আয়োজন হয়েছে, এছাড়া পরদিন সকালে অর্ঘ্য দেওয়ার জন্য কমিটি পক্ষ থেকে ব্রতকারীদের দুধ বিতরণ করা হবে, বাকি লাড্ডু,ধুপকাঠি এবং চা তো আছেই ! তাছাড়া যে সকল ব্রতকারী মা-বোনরা পুজো করতে ইচ্ছুক অথচ কাপড় কিনতে পারে না,তাদেরকে শাড়িও দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে ৷ এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিসর্জনের ভাবনাও রয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে l
No comments