সরলেন খড়দহ থানার আইসি
সাতদিনের সমাচার : বদলি হলেন খড়দহ থানার আইসি অনিমেষ সিংহরায়৷ গতকাল তাঁকে হাওড়ায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারাকপুর থানার আইসি সুজিত ভট্টাচার্যকে৷
জানা গেছে, কয়েকদিন আগে পানিহাটির কংগ্রেস নেতা সণ্ময় ব্যানার্জী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ সাংবাদিক তথা প্রদেশ কংগ্রেসের মুখপাত্রর বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়কে নিয়ে তিনি তির্যক সমালোচনা করেন ও সচিব আলাপন ব্যানার্জীকেও সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লেখেন। সাইবার ক্রাইম হিসাবে আখ্যা দিযে অতি সক্রিয় হয়ে উঠে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷ এরপরই অধীর চৌধুরী, সোমেন মিত্রের মত কংগ্রেসের শীর্ষ নেতারা এহেন গ্রেপ্তার নিয়ে সরব হন। পাশে থেকে সোচ্চার হন সিপিএম নেতৃত্বও। এমনকি রাজ্য বিজেপির পক্ষ থেকে এক প্রতিনিধি দলও যায় তাঁর খড়দহের বাড়িতে৷ বেগতিক বুঝে খোদ মুখ্যমন্ত্রীও পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করেন। সন্ময়বাবুকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা এবং তাঁর ওপর খড়দহ থানায় নির্মম অত্যাচারের জেরে নিন্দার ঝড় ওঠে সব মহলে৷ খড়দহ থানা থেকে পুরুলিয়া থানায় নেওয়ার পর আদালতে তোলা হলে জামিনও পেয়ে যান ওই কংগ্রেস নেতা৷ আদালত থেকে বেরিয়ে গভীর দুঃখের সঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে উপরোক্ত অভিযোগ করেন। স্বভাবতই এই ঘটনায় মুখ পোড়ে প্রশাসনের৷ তড়িঘড়ি নোটিশ জারি করে বদলি করা হয় ওই আইসিকে৷
No comments