ব্রেকিং নিউজ

গারুলিয়া পুরসভার দখল নিল তৃণমূল

সাতদিনের সমাচার : কাঁচরাপাড়া,হালিশহর, বনগাঁ তথা নৈহাটি পর গারুলিয়া পুরসভা হাতছাড়া হল বিজেপির,বলা বাহুল্য পুরসভার দখল নিয়েছে  তৃণমূল৷ ফ্ল্যাশব্যাক বলছে , লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর দলবদলের হিড়িক পড়ে যায়৷ জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণকর্মীরাও  দলে-দলে ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন৷ বাদ যায়নি গারুলিয়াও ৷ নোয়াপাড়ার বিধায়ক তথা গারুলিয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান সুনিল সিং বেশ কয়েকজন কাউন্সিলরকে নিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন৷ ফলে গারুলিয়া পুরসভার  দখল নেয় বিজেপি৷ কিন্তু কিছুদিন পরেই 'ঘর ওয়াপসি'করেন কয়েকজন কাউন্সিলর৷ এরপর পুরপ্রধান সুনিল সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের ১৩জন কাউন্সিলর ৷ উপ-পুরপ্রধানও যথারীতি গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে ফেরেন ৷ 
এদিকে গারুলিয়া পুরসভার মোট ২১টি আসন৷ একটি আসন  বামফ্রন্ট ছাড়া বাকি সবকটি  আসনই ছিল তৃণমূলের দখলে৷ কিন্তু লোকসভার ফল প্রকাশিত হওয়ার পর বর্তমানে ১৩জন তৃণমূল,৭জন বিজেপি এবং ১জন বামফ্রন্টের কাউন্সিলর রয়েছেন৷ গত ৩০সে সেপ্টেম্বর চেয়ারম্যানপদ থেকে ইস্তফা দেন সুনিল সিং৷ তারপরেই পুরবোর্ড গঠনের প্রস্তুতি নেয় শাসকদল৷ সোমবার পুরসভায় অনাস্থা তলবি সভা ডাকে শাসকদল৷ এদিন সুনিল সিংয়ের পদত্যাগপত্র গৃহীত হয়৷ আস্থাভোটে বিজেপির ৭জন এবং বামফ্রন্টের কাউন্সিলার উপস্থিত না হওয়ায় সংখ্যাগরিষ্ঠতায় পুরবোর্ড দখল নেয় শাসকদল৷ শুক্রবার গারুলিয়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন সুনিল সিংয়ের ভাই সঞ্জয় সিং৷ পুরপ্রধানের আসনে বসে সঞ্জয় সিং পুরসভার আগামীদিনের পরিকল্পনার বিষয় নিয়ে বলেন, সামনেই ছট পুজো,আমাদের ঘাটে প্রায় ৬০থেকে৭০হাজার মানুষের সমাগম হয়৷ আমরা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি৷ এছাড়া রাস্তাঘাটের কাজও  আছে৷ অপরদিকে সুনিল সিং বলেন,'তৃণমূল অনাস্থা প্রস্তাবে কোনও দুর্নীতির অভিযোগ করেনি৷ আমার থেকে ভালো পরিষেবা দেওয়ার কথা বলেছিল৷ আমার থেকে ভালো পরিষেবা যদি দেয়,গারুলিয়া পুরসভা ও মানুষের স্বার্থে আমরা ওদের সমর্থন করব ৷' গারুলিয়া পুরসভায় তৃণমূল বোর্ড গঠন নিয়ে বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ তাঁর প্রতিক্রিয়ায় বলেন,ভাটপাড়া পুরসভাও আমাদের দখলে আসবে৷ ভাটপাড়া পুরসভার ২০জন কাউন্সিলার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রতিনিয়ত ৷ গারুলিয়া পুরসভা হাতছাড়া হওয়ায় সাংসদ অর্জুন সিং জানান,আস্থা ভোটে অনুপস্থিতিটা  আমাদের নতুন রণকৌশল৷

No comments