পথের ধারের মা' কাঁদলে মন্ডপের দুর্গাও যে কাঁদে!
সাতদিনের সমাচার : রক্ত-মাংসের মা কাঁদলে, মন্ডপেরও মা'ও কাঁদে, তাই তাঁদের মুখে একটু কৃত্তিম হাসি ফোটাতে শুক্রবার মহাষষ্ঠীতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ
- এর কাঁচরাপাড়া ক্ষুদিরাম শাখা এবং হালিশহরের অরবিন্দ শাখার যৌথ উদ্যোগে হালিশহর রামপ্রসাদ স্নানঘাটের সিঁড়ি দুই'ধারে বসে থাকা ঘর- পরিবারহীন মা'য়েদের হাতে নতুন বস্ত্র এবং সামান্য কিছু অর্থ তুলে দেওয়া হয় সংঘের পক্ষ থেকে ৷ উপস্থিত ছিলেন, সুশান্ত বালা,বিক্রম তালুকদার,সুভাষ সরকার,অভিজিত্ চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদ্যসরা৷ সুশান্ত বালা বলেন, শারদ উৎসবে আমরা সামর্থমত কিছু সমাজের অবহেলিত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে মা দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিলাম ৷' তিনি আরও বলেন, অনেক বৃদ্ধা মহিলার সন্তান থাকলেও তাঁকে দেখাশোনা করেনা, সেই সব মায়েদের একটু মুহুর্তে হাসি ফোটাতে ও আনন্দ দিতে আমাদের এই উদ্যোগ৷ আশাকরি আগামীদিন আরও সংখ্যক মানুষ পাশে দাঁড়ালে সমাজের অবহেলিত এই সব মানুষগুলির মুখে হাসি ফোটানো যাবে৷ এছাড়াও মহাপঞ্চমীতে কাঁচরাপাড়া ১৩নম্বর ওয়ার্ডের জোড়ামন্দির এলাকায় ১৬২নম্বর পার্টে বাড়ি-বাড়ি গিয়ে ১৫জন দুঃস্থ মানুষের হাতে দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে৷
No comments