ব্রেকিং নিউজ

এনআরসি নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছেঃ মুকুল

সাতদিনের সমাচার : সিদ্ধার্থশঙ্কর রায়, প্রফুল্ল সেন, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য'র মতো জ্ঞানীগুণী মানুষ বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন, কিন্তু তারপরই হঠাৎ এমন স্বল্প শিক্ষিত মানুষ মুখ্যমন্ত্রী হয়ে বসাতে, যা হবার তাই হচ্ছে ! - বুধবার সন্ধ্যায় চতুর্থীতে কাঁচরাপাড়া লিচুবাগানে নবাঙ্কুর ক্লাবের পুজো মন্ডপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম না করে ঠিক এভাবেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা মুকুল রায়৷ তিনি এদিন  বলেন, রাজা রাম মোহন রায় এই বিধানসভার সদ্যস ছিলেন ! ফলের রস খাইয়ে গান্ধিজির অনশন ভেঙে ছিলেন রবীন্দ্র নাথ! এ তো চরম হাস্যকর ! তাছাড়া উনি সংখ্যালঘু,অনুপ্রবেশ, উদ্বাস্তুর  ব্যাখ্যাই জানেন না ৷ বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন,মোদী গোল্লা  পাবে, কিন্তু বাংলায় বিজেপি দুই থেকে আজ আঠারোটি আসন পেয়েছে ৷ত বে আমাদের দুর্ভাগ্য দুটি আসন হেরে গিয়েছি৷' রাজনীতির চাণক্য মুকুলবাবু বলেন,'আমি রাজনীতিতে খুব বড় নয়৷তবে নিজেকে কারও থেকে খুব ছোটোও মনে করিনা৷' তাঁর কথায়,'আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল এই রাজ্য ৩০টির বেশী আসন পাবে না, এমনকি  তারা বিরোধীদলেরও মর্যাদা পাবে না৷'এনআরসি প্রসঙ্গে মুকুলবাবুর বক্তব্য,'ওপার বাংলার মানুষ যারা আছেন,তারা নিশ্চিতে থাকুন৷ আপনাদের কোনও  কাগজ জোগাড় করতে হবে না৷ আপনাদের কিছুই হবে না৷ এনআরসি বিষয় ব্যাখ্যা করে মুকুলবাবু বলেন,'প্রথমে নাগরিকতা সংশোধন হবে তারপর হবে এনআরসি, যা সারা পৃথিবীতে আছে ভারতবর্ষেও হবে৷ তার আগে হবে নাগরিক সংশোধন বিল৷ ভারতবর্ষের নাগরিকতা প্রদান করা হবে৷ তিনি আরও বলেন, প্রত্যেকের বাড়ি-বাড়ি গিয়ে এই সংশোধন তৈরি হবে৷তারপর হবে এনআরসি বলে সাফ জানিয়ে দিলেন মুকুল রায়৷ এদিন মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো চন্ডিপাঠ করে মুকুলবাবু বলেন,দুর্গাপুজোর প্রাক্কালে দাঁড়িয়ে মায়ের কাছে জোড়হাতে প্রার্থনা করে বলেন,বাংলায় অশুভ শক্তির বিনাশ করো,শুভ শক্তির  উদয় হোক৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং বলেন,বাংলায় অনেক অশুভ শক্তির উত্পাত বেড়েছে৷আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি অশুভ শক্তির বিনাশ হোক৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় সহ ক্লাব সংগঠকরা৷ এদিন নবাঙ্কুর ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও মশারি বিতরণ করা হয়৷

No comments