ফের তাজা বোমা উদ্ধার কাঁচরাপাড়ায়
সাতদিনের সমাচার : তবে কি কাঁচারাপাড়া বারুদের স্তুপের উপর বসে রয়েছে ? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ! কেননা এ নিয়ে বেশ কয়েকবার কাঁচরাপাড়ার বিভিন্ন স্থান থেকে কয়েকমাস যাবৎ উদ্ধার হচ্ছে শ'য়ে শ'য়ে তাজা বোমা ! এবার ঠিক দুর্গাপুজোর মরসুমে ফের বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল । আজ গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়ার সিরাজ মন্ডল রোড কলেজ মোড় সংলগ্ন এলাকা থেকে এই বোমা উদ্ধার করে। কি কারণে বোমাগুলো জমা করা তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া ৯টি তাজা বোমা নিয়ে অবশ্য কোনও রাজনৈতিক দলই প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি I
No comments