দীপাবলিতে রোড রেস ও বস্ত্রদান জোনপুরে
সাতদিনের সমাচার : কাঁচরাপাড়া জোনপুরের মিলন সংঘ এবারও আয়োজন করেছিল শ্যামাপূজার, মূলত তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই পুজোর আয়োজক। স্বভাবতই পুজো পরিদর্শনে এসেছিলেন দলের জেলা সম্পাদক সুবোধ অধিকারী, এলাকার সভানেত্রী সোনালী সিংহ রায় প্রমুখ। মিলন সংঘের সুদৃশ্য মণ্ডপ ছাড়াও পুজোর ক'দিন অস্থায়ী মঞ্চে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। মঙ্গলবার সকালে হয়েছে দূর-দূরান্ত থেকে আসা অ্যাথলেটদের রোড রেস। বিজয়ীদের প্রত্যেককে ৭০০ টাকা করে পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছেন ক্লাবের সহ-সম্পাদক কাশীনাথ মৈত্র। প্রতিদিন সন্ধ্যায় ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় দুঃস্থদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি পরিমল দে, সম্পাদক অসীম মজুমদার, অশোক দে, অশোক পাল, সম্পাদক- সাংবাদিক সমীর রায় প্রমুখ। মঞ্চে আয়োজিত অনুষ্ঠানগুলি সুচারুভাবে সঞ্চালনা করেন তুষার সরকার।
No comments