ব্রেকিং নিউজ

অ্যাপের মাধ্যমে বাসের আসন সংরক্ষন : উন্নত পরিষেবার সূচনা করলেন শুভেন্দু

সাতদিনের সমাচার :  উন্নততর যাত্রী পরিবহন ব্যবস্থার লক্ষ্যে ১০০ টি অ্যাপ নির্ভর বাতানুকূল বাস এর শুভ সূচনা করলেন পরিবহন, সেচ ও জলপথ এবং জনসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এর মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তাপস রায়, সাংসদ সৌগত রায় মুখ্য সচেতক নির্মল ঘোষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সংস্কার উপলক্ষে টালা ব্রিজ প্রায় তিন বছর বন্ধ থাকার কথা, ফলে যাত্রী সাধারণের দুর্ভোগ এড়াতে কয়েকদিন আগেই পাঁচটি ভেসেল কুটিঘাট থেকে উদ্বোধন করেছিলেন মন্ত্রী। আজ ফের দুটি বেসরকারি সংস্থার সহযোগিতায় সাধারণ মানুষের জন্য তুলে দেওয়া হল শীতাতপ নিয়ন্ত্রিত ২৬ আসন বিশিষ্ট ১০০ টি ছোট বাস। আজ আনুষ্ঠানিকভাবে 25 টি বাস রাস্তায় নামানো হয়েছ, বাকিগুলি কয়েকদিনের মধ্যেই রাস্তায় নামার অপেক্ষায় আছে। হেক্সা ও সর্টেল সংস্থার বাসগুলোকে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। হেক্সার  বাসগুলি ডানলপ হয়ে দমদম, ডানলপ থেকে শোভাবাজার, সিঁথির মোড়, রবীন্দ্রভারতী, আর জি কর, পাইকপাড়া হয়ে শ্যামবাজার পর্যন্ত যাবে। ডানলপ মোড় থেকে গোদরেজ ওয়াটার সাইট, লেকটাউন হয়ে বাঙ্গুর। আবার কিছু বাস শ্যামবাজার, বিধাননগর স্টেশন, সিটি সেন্টার করুণাময়ী, উইপ্রো হয়ে সল্টলেক কলেজ মোড় পর্যন্ত যাবে।
অপরদিকে, সর্টেল কোম্পানীর বাসগুলি ডানলপ, সল্টলেক, বারাকপুর সল্টলেক ,রামচন্দ্রপুর হয়ে সল্টলেক পর্যন্ত যাবে। যাত্রীরা অ্যাপের মাধ্যমে আগে থেকেই সিট বুক করতে পারবেন। এই অ্যাপ বাসগুলো চালু হওয়ার ফলে যাত্রীদের হয়রানি কমবে এমনটাই দাবি মন্ত্রী শুভেন্দু অধিকারীর ।

No comments